ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৭৯

অন্তঃসত্ত্বা নারীদের যে ৭ পানীয় পান করা উচিত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৫০ ২৬ সেপ্টেম্বর ২০২২  

অন্তঃসত্ত্বা প্রত্যেক নারীর জীবনেই বিশেষ একটা সময়। সন্তানের সুস্থতা এবং নিজের স্বাস্থ্যের কথা ভেবে এই সময় হবু মা-কে বেশ কিছু বিধিনিষেধ মেনে চলতে হয়। বিশেষ করে খাওয়াদাওয়ার ক্ষেত্রে কঠোর নিয়ম মেনে চলার পরামর্শ দেন ডাক্তাররা। প্রিয় খাদ্যগুলো ডায়েট থেকে বাদ চলে যায় এবং যেগুলো একবারেই খেতে ভালো লাগে না, অনিচ্ছা সত্বেও সেগুলোই খাদ্যতালিকায় যোগ করতে হয়।

 

অন্তঃসত্ত্বা অবস্থায় শারীরিক অবস্থার যেমন ওঠাপড়া লেগেই থাকে, তেমনই জিভের স্বাদেরও রদবদল ঘটতে থাকে ঘন ঘন। অনেকেরই অন্তঃসত্ত্বা অবস্থায় বিশেষ কিছু খাবার খাওয়ার প্রতি টান থাকে। কারও আইসক্রিম, চকোলেট, মশলাদার খাবার খেতে ইচ্ছে হয়। কেউ আবার টক, ঝাল খাবার বা আচার খেতে চান। কিন্তু অন্তঃসত্ত্বা অবস্থায় মা এবং গর্ভস্থ শিশু উভয়ই সুস্থ থাকতে হলে বেশ কিছু পানীয় নিয়মিত পান অত্যন্ত জরুরি -

 

ডাব

ডাব সবচেয়ে পুষ্টিকর ও রিফ্রেশিং প্রাকৃতিক পানীয়। ডাবে উপস্থিত সোডিয়াম, পটাসিয়াম ও ক্যালসিয়ামের মতো খনিজ লবণ ভ্রুণের বৃদ্ধি এবং বিকাশের মূল নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। এছাড়া এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি এবং সি রয়েছে। অন্তঃস্বত্তা অবস্থায় অনেক নারীই গ্যাস ও কোষ্ঠকাঠিন্যে ভোগেন। ডাব এসব সমস্যা খুব সহজেই দূর করতে পারে।

 

টাটকা ফলের রস

ফলের রস অন্তঃসত্ত্বা নারীদের ডায়েটরি ফাইবার সরবরাহ করে। গর্ভাবস্থায় সব ধরনের মৌসুমি ফলের রস খাওয়া যেতে পারে। প্রায় সব ফলই নারীদেহে প্রচুর পরিমাণ ভিটামিন এবং খনিজ সরবরাহ করে, যা ক্রমবর্ধমান শিশুর জন্য অপরিহার্য।

 

স্যুপ

অন্তঃসত্ত্বা অবস্থায় বিভিন্ন সবজি দিয়ে তৈরি স্যুপ নিয়মিত গ্রহণ করা উচিত। স্যুপ নারীদের শরীরে পুষ্টি সরবরাহ করে এবং গর্ভাবস্থায় যেসব নারী খাবার খেতে চান না, তাদের খিদে বাড়াতে সাহায্য করে। ব্রকলি, গাজর, বাঁধাকপি, পেঁয়াজ, টমেটো-এসব সবজি দিয়ে তৈরি স্যুপ দেহে প্রোটিন ও ফাইবার সরবরাহ করে।

 

বাটার মিল্ক

বাটারমিল্ক বা ঘোল পাচনতন্ত্রকে প্রশমিত করে এবং গর্ভাবস্থায় অম্বলের সমস্যা দূর করে। ঘোল নারীদের অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বাড়াতেও সাহায্য করে। গরমকালে দিনের বেলা এই পানীয় পানে শরীরে তরল ও লবণের ঘাটতি দূর হয়।

 

দুধ

দুধ হলো ক্যালসিয়ামের অন্যতম উৎস। শিশুর হাড় ও দাঁতের বিকাশের জন্য পর্যাপ্ত ক্যালসিয়াম অত্যন্ত প্রয়োজনীয়। তাই অন্তঃসত্ত্বা নারীদের নিয়মিত দুধ ও দুগ্ধজাত দ্রব্য খাওয়া আবশ্যক।

 

লেবু পানি

লেবু পানি এক ধরনের শক্তিদায়ক পানীয়। সকালে এক চা চামচ মধুর সঙ্গে উষ্ণ লেবু পানি পান করতে পারেন। এই সাইট্রাস ফলটি ভিটামিন সি-র পাওয়ার হাউস, যা হজমে সাহায্য করে। সেই সঙ্গে বমি বমি ভাব দূর করে। মর্নিং সিকনেস এবং পেটের ফোলাভাব উপশম করতে সহায়তা করে।

 

শাকসবজির রস

ফলের রসের মতো, শাকসবজির জুস করেও খেতে পারেন। শাকসবজি ফাইবার, ভিটামিন, প্রোটিন ও খনিজের দুর্দান্ত উৎস। এর জন্য গাজর, বীট, শসা ও পালং শাক ব্যবহার করতে পারেন। পানি অন্তঃসত্ত্বা নারীদের সারাদিন প্রচুর পরিমাণে পানি পান করা উচিত। এর অগণিত উপকারিতা রয়েছে। পানি কেবল ডিহাইড্রেশন প্রতিরোধ করে না, পাশাপাশি হরমোনের ভারসাম্য বজায় রাখে। সেই সঙ্গে মুড ঠিক রাখে এবং শরীর থেকে টক্সিন বের করে।