ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
১১৬০

অন্যান্য জেলায় সাহরি-ইফতারের সময়সূচি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৪ ৬ মে ২০১৯  

সারাদেশের আকাশে পবিত্র রমজান মাসের (১৪৪০ হিজরী) চাঁদ দেখা গেছে। ফলে রোজা শুরু হবে মঙ্গলবার। ইতিমধ্যে সাহরি ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

ঢাকা দেশের অন্য স্থানের জন্য আলাদাভাবে সূচি প্রকাশ করেছে ধর্মীয় প্রতিষ্ঠানটি। এখানে অন্যান্য জেলার জন্য সাহরি ইফতারের সময়সূচি দেয়া হলো।

সূচি অনুযায়ী প্রথম রোজায় ঢাকা এর পাশ্র্ববর্তী এলাকায় সাহরির শেষ সময় ভোররাত ৩টা ৫২ মিনিট এবং ইফতারের সময় ৬টা ৩৪ মিনিট।

তবে অন্যান্য জেলায় এর সঙ্গে যৌক্তিক সময় যোগ বিয়োগ হবে। সূচিতে সতর্কতামূলকভাবে সাহরির শেষ সময় সুবহে সাদিকের মিনিট আগে ধরা হয়েছে। ফজরের ওয়াক্ত শুরুর সময় সুবহে সাদিকের মিনিট পর রাখা হয়েছে। সাহরির সতর্কতামূলক শেষ সময়ের মিনিট পর ফজরের আজান দিতে হবে।

একইভাবে সূর্যাস্তের পর মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।

ধর্ম বিভাগের পাঠকপ্রিয় খবর