ঢাকা, ১৪ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ৩০ কার্তিক ১৪৩১
good-food
২২

অপরাজিত ৪২৬ রান করে দালালের ইতিহাস

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:১৩ ১১ নভেম্বর ২০২৪  

২০২৩ সালে ভারতের ঘরোয়া টুর্নামেন্ট অনূর্ধ্ব-২৩ সিকে নাইডু ট্রফিতে ৩১২ রানের ইনিংস খেলে তাক লাগিয়ে দিয়েছিলেন সামির রিজভি। সেই ইনিংসের সুবাদে এই টুর্নামেন্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের কীর্তি গড়েছিলেন তিনি। রোববার (১০ নভেম্বর) তার সেই রেকর্ড গুঁড়িয়ে দিলেন হরিয়ানার যশোবর্ধন দালাল।

 

মুম্বাইয়ের বিপক্ষে ৪৬ চার এবং ১২ ছক্কায় ৪২৬ রানের ইনিংস খেলে অপরাজিত রয়েছেন এই তরুণ ব্যাটার। তার এমন রেকর্ড গড়া ইনিংসের সুবাদে ৮ উইকেটে ৭৩২ রান তুলেছে হরিয়ানা। হরিয়ানা এখনও ইনিংস ঘোষণা করেনি। তাই ৪২৬ রানের সঙ্গে আরও কিছু রান যোগ করার সুযোগ থাকছে যশোবর্ধনের।

 

যশবর্ধনের এই ইনিংসের সুবাদে ম্যাচে সুবিধাজনক অবস্থানে আছে হরিয়ানা। মুম্বইয়ের বিপক্ষে দ্বিতীয় দিনের খেলা শেষে তাদের রান ৮ উইকেটে ৭৩২। হরিয়ানার অপর ওপেনার অর্শ রাঙ্গা করেছেন ১৫১ রান। ৩১১ বলের ইনিংসে তিনি মেরেছেন ১৮টি চার এবং ১টি ছয়।

 

উদ্বোধনী জুটিতে অর্শ এবং যশবর্ধন মিলে তোলেন ৪১০ রান। তবে এই দুইজন ছাড়া দলের আর কোনো ব্যাটার অর্ধশতরানও করতে পারেননি। মুম্বাইয়ের সফলতম বোলার অথর্ব ভোসলে ১৩৫ রানে ৫ উইকেট নিয়েছেন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর