ঢাকা, ২৮ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৭৪২

অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতেই হবে: ওবায়দুল কাদের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫৬ ২ জানুয়ারি ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

গতকাল নোয়াখালীর সুবর্ণচরে এক নারীকে গণধর্ষণের ঘটনায় অপরাধী যারাই হোক, কেউ পার পাবে না বলে হুঁশিয়ারি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

ভারতের বিদায়ী হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা সাথে আজ বুধবার বিকেলে সচিবালয়ে সাক্ষাত শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে ইতিমধ্যে পুলিশের আইজির সঙ্গে কথা হয়েছে। একজন ডিআইজি সেখানে গেছেন। প্রশাসন এ ব্যাপারে তৎপর, সরকারও কঠোর অবস্থানে আছে। অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতেই হবে।

নির্বাচন পরবর্তী শপথ গ্রহণ নিয়ে এক প্রশ্নের  জবাবে কাদের বলেন, বিএনপি ও ঐক্যফ্রন্টের নবনির্বাচিত সাতজন সাংসদ শপথ নাও নিতে পারেন বলে গণমাধ্যমে যেসব খবর এসেছে- তাঁদের বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। জনগণের রায়কে তাঁরা সম্মান করবেন এটাই আশা করি।

 

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর