ঢাকা, ২১ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ৭ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৭৯

অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৫:১২ ৯ অক্টোবর ২০২৪  

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। বুধবার (৯ অক্টোবর) ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ। এর আগে মঙ্গলবার (৮ অক্টোবর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি। 

 

আগে থেকেই গুঞ্জন ছিল ভারত সফরে অবসর নিতে পারেন মাহমুদউল্লাহ। শেষ পর্যন্ত সেটাই সত্য হলো। এদিন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণকে বিদায় জানালেন তিনি। ৩৯ বছর বয়সী ক্রিকেটার বলেন, ভারতের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি হবে আমার শেষ ম্যাচ। চলমান ৩ ম্যাচ সিরিজ শেষেই অবসরে যাচ্ছি আমি।

 

মাহমুদউল্লাহর টি-টোয়েন্টি ক্যারিয়ার শুরু হয় কেনিয়ার বিপক্ষে। আর শেষ হচ্ছে ভারতের বিরুদ্ধে। ক্রিকেটের শর্টার ভার্সনে দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে ১৩৯ ম্যাচ খেলেছেন তিনি। এসময়ে ১১৭.৭৪ স্ট্রাইক রেটে ২৩৯৫ রান করেছেন সাইলেন্ট কিলারখ্যাত ব্যাটার। তার গড় ২৩.৪৮। ক্যারিয়ারে কোনো শতক না থাকলেও রয়েছে ৮ অর্ধশতক। এসময়ে টাইগারদের অসংখ্য দারুণ জয় উপহার দিয়েছেন তিনি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর