ঢাকা, ০৮ ফেব্রুয়ারি শনিবার, ২০২৫ || ২৬ মাঘ ১৪৩১
good-food
১৬

অভিনেত্রী শাওন ও সাবাকে ছেড়ে দিলো পুলিশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০২ ৭ ফেব্রুয়ারি ২০২৫  

অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। এর আগে হেফাজতে নিয়ে তাদের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। সেই সঙ্গে জবাব চাওয়া হয়।

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানিয়েছেন। 

 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাওন ও সাবাকে হেফাজতে নেয়া হয়েছিল। বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদের পর দুজনকেই ছেড়ে দেয়া হয়েছে। নিজ নিজ পরিবাবের জিম্মায় তাদের ছাড়া হয়।

 

এর আগে বিকেল ৩টার দিকে মুহাম্মদ তালেবুর রহমান জানান, শাওন ও সাবাকে হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শাওন এবং একই দিন মধ্যরাতে সাবাকে আটক করে ডিবি হেফাজতে নেয়া হয়।
 

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর