ঢাকা, ২০ জানুয়ারি সোমবার, ২০২৫ || ৭ মাঘ ১৪৩১
good-food
৭৭

অভিনয় ছেড়ে উপস্থাপনায় জায়েদ খান

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৬ ৯ ডিসেম্বর ২০২৪  

হাসিনার পতনের সময়ে তার দোসরেরা অনেকেই তল্পাতল্পি গুছিয়ে দেশ থেকে পালিয়েছে। তাদের মধ্যে অন্যতম বাংলাদেশের তথাকথিত চিত্রনায়ক জায়েদ খান। সিনেমা রেখে এবার সাংবাদিকতায় যুক্ত হয়েছেন।

 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র 'ঠিকানা'। সমসাময়িক সময়ে চালু হয়েছে সংবাদপত্রটির অনলাইন ভার্সন ও ডিজিটাল প্ল্যাটফর্ম। যা ইতিমধ্যেই পেয়েছে বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয় অর্জন করেছে।সেই 'ঠিকানা' পত্রিকায় যোগ দিলেন জায়েদ খান।

 

পত্রিকাটিতে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। পত্রিকার ডিজিটাল প্লাটফর্মে বিনোদনমূলত একটি টকশো উপস্থাপনা করবেন জায়েদ।

 

সম্প্রতি নিউইয়র্ক থেকে জায়েদ খান জানান, 'প্রথম কোনো কিছু সব সময়ই স্পেশাল। প্রথমবার দর্শক আমাকে উপস্থাপক হিসেবে দেখবেন। আমি খুব এক্সাইটেড এবং নার্ভাস। দর্শক কীভাবে আমাকে গ্রহণ করে সেটি দেখার অপেক্ষায়। দেশের চলচ্চিত্র ও সংস্কৃতি তুলে ধরবো অনুষ্ঠানটির মাধ্যমে।'

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর