ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৪৫৯

অলসতা দূর করার সহজ উপায়

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৪৮ ১৪ জানুয়ারি ২০২১  

অলসতা বা আলসেমি বিভিন্ন কারণে হতে পারে। মানসিকভাবে ঠিক না থাকলে তা দেখা দিতে পারে। আবার শারীরিক দুর্বলতার কারণেও হতে পারে। কর্মব্যস্ততার অভাব বা মানসিকতা, যেকোনও কারণে আলসেমি আমাদের জীবনে বাসা বাঁধে। অনেক সময় কর্মব্যস্ততা থাকলেও বাঁধাধরা কাজের গণ্ডি ছাড়া আর কোনও কাজ করতে ইচ্ছা হয় না।

 

অনেক ক্ষেত্রে আমরা আলসেমি কাটিয়ে নিজেদের ব্যস্ত রাখার কথা ভাবি। কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে বহু সময় নষ্ট হয়ে যায় বলে তা চলে আসে। অনেকেই এই আলসেমি কাটানোর জন্য নানা পরিকল্পনা করলেও কোনোটাতেই কাজ হয় না। তবে কিছু প্রাকৃতিক পদ্ধতি প্রয়োগে আপনি তা কাটিয়ে উঠতে পারেন। দেখে নিন সেগুলো কী কী-


অলসতা বা কুঁড়েমির লক্ষণ
মুড সুইং
চিন্তা করার ক্ষমতা হ্রাস
ক্লান্তি বা অবসাদ
এনার্জি না পাওয়া
উৎসাহের অভাব
অলসতা কাটানোর প্রাকৃতিক উপায়


পানি পান করুন
অলসতা বা আলসেমি চিকিৎসা করা এবং প্রতিরোধের এক দুর্দান্ত উপায় হলো নিজেকে হাইড্রেট রাখা। ডিহাইড্রেশন আপনাকে ক্লান্ত বোধ করাতে পারে। সুতরাং, পানি এবং অন্যান্য স্বাস্থ্যকর তরল পর্যাপ্ত পরিমাণে গ্রহণ নিজেকে সুস্থ রাখতে পারে।


কফি
কফিতে থাকা ক্যাফেইন এনার্জি বাড়ায়। এক টেবিল চামচ কফি পাউডার, এক কাপ পানি, পরিমাণমতো চিনি নিন। একটি পাত্রে কফি পাউডার এবং পানি মিশিয়ে ফুটিয়ে নিন। এরপর এতে অল্প চিনি মেশান। একটু ঠান্ডা হওয়ার পর এটি পান করুন। প্রতিদিন ১-২ কাপ কফি পান করতে পারেন।


মধু
মধুতে থাকা কার্বোহাইড্রেট আপনার এনার্জি বাড়াবে এবং আলসেমি ভাব কমাতে সাহায্য করবে। আপনার প্রিয় ডেজার্ট বা স্মুদিতে কয়েক চামচ মধু মিশিয়ে খান। তা প্রতিদিন গ্রহণ করতে পারেন।

 

লেবু
লেবুর রসের সাইট্রিক অ্যাসিড অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করে ক্লান্তি নিরাময়ে সহায়তা করতে পারে। এছাড়া নিয়মিত ভিটামিন সি গ্রহণ আয়রন শোষণকে বাড়িয়ে তোলে। ফলে ক্লান্তি এবং স্ট্রেস দূর হয়।

 

হাফ লেবু, এক গ্লাস গরম পানি, পরিমাণমতো মধু নিন। এবার গরম পানিতে লেবুর রস ও মধু দিয়ে ভালোভাবে মেশান। এরপর এটি পান করুন। রোজ সকালে খালি পেটে খেলে উপকার পাবেন।

 

গ্রিন টি
গ্রিন টি-তে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট পলিফেনলস আপনার মুড রিল্যাক্স করতে পারে এবং স্ট্রেস থেকে মুক্তি দিতে পারে। ১ টেবিল চামচ গ্রিন টি, এক কাপ পানি, মধু নিন। এক কাপ পানিতে গ্রিন টি মিশিয়ে ফুটিয়ে নিন। হালকা ঠান্ডা হলে এটি পান করুন। ভালো টেস্টের জন্য এতে মধু মেশাতে পারেন। প্রতিদিন দু'বার গ্রিন টি পান করতে পারেন।