ঢাকা, ২৬ নভেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮২২

অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে রিট

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৪ ২৪ এপ্রিল ২০১৯  

প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। এতে বিবাদী করা হয়েছে-স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, জনপ্রশাসন সচিবসহ সংশ্লিষ্টদের।

রিট আবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণার কথা বলা হয়। অ্যান্টিবায়োটিকের প্রতি শরীর প্রতিরোধ গড়ে তুললে সেই অবস্থাকে বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এ প্রবণতার কারণে প্রতিবছর বিশ্বে সাত লাখ মানুষের মৃত্যু হয়। ২০৫০ সাল নাগাদ এ সংখ্যা গিয়ে দাঁড়াবে ১ কোটিতে।

অতীতে অ্যান্টিবায়োটিক বা জীবাণুনাশক ওষুধ ছিল না। এখন প্রচুর থাকা সত্ত্বেও সাধারণ রোগজীবাণুতে বহু মানুষ মারা যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কারণ বেশিরভাগ জীবাণু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে গেছে। এটি খেয়েও এখন লাভ হয় না, জীবাণু মরে না।

মূলত অ্যান্টিবায়োটিকের যথেচ্ছা ব্যবহারের কারণে এরকম হয়েছে। অপ্রয়োজনে সেবন, দু’এক দিন খেয়ে একটু ভালো লাগলে আর না খাওয়া এবং এমন আরো কিছু কারণে জীবাণুরা ক্রমেই অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠেছে। এখন এ প্রবণতা রোধ করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা।