ঢাকা, ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ১ ফাল্গুন ১৪৩১
good-food
২০

আ. লীগ নিষিদ্ধে ‘খাটিয়া’ ও ‘কফিন’ মিছিলের ডাক বৈষম্যবিরোধীদের

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৬ ১২ ফেব্রুয়ারি ২০২৫  

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলায় আহত আবুল কাশেম মারা গেছেন। পরিপ্রেক্ষিতে কফিন মিছিলের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১২ ফেব্রুয়ারি) সংগঠনটি এ ঘোষণা দেয়।

 

তারা জানায়, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আবুল কাশেমের জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেখান থেকেই ‘আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে’কফিন মিছিল হবে।

 

একইসঙ্গে নিজেদের নির্ধারিত সময়ে ‘সারাদেশে প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়নে, গ্রামে শহীদ বীর কাশেমের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে ‘খাটিয়া মিছিল’করারও আহ্বান জানানো হয়।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে লেখেন, মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার কাশেম মারা গেছেন। গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হাতে শহিদ বীর কাশেমের জানাযা এদিন রাত ৯টায় কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত হবে। জানাযার পরে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল হবে শহিদ মিনার থেকেই।

 

তিনি লেখেন, একইসঙ্গে সারাদেশে প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়নে, গ্রামে শহিদ বীর কাশেমের গায়েবানা জানাযা এবং আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিল। সবাই নিজেদের নির্ধারিত সময়ে পালন করবে।

 

গত শুক্রবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় পলাতক আওয়ামী লীগ নেতা আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও লুটপাটের খবর পেয়ে ছাত্ররা বন্ধ করতে যায়। পরে তাদের ওপর হামলা হয়। এতে অন্তত ১৮ জন আহত হন। এই ঘটনার প্রতিবাদে পরদিন দুপুরে গাজীপুর সদর উপজেলার রাজবাড়ী মাঠে প্রতিবাদ সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রাজনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর