ঢাকা, ১২ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ২৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৯৬

আইপিএলের প্রথম ম্যাচেই মোস্তাফিজ ম্যাজিক

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:১৭ ২৩ মার্চ ২০২৪  

মাথিশা পাথিরানার চোটে ভাগ্য খুলে মোস্তাফিজুর রহমানের। ২০২৪ আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের একাদশে সুযোগ পান তিনি। সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন বাংলাদেশ পেস সেনসেশন। ৪ ওভারে ২৯ রানের ৪ উইকেট শিকার করেছেন কাটার মাস্টার।

 

শুরুতেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টপঅর্ডার ভেঙে দেন মোস্তাফিজ। নিজের প্রথম ওভারেই মাত্র ৪ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি। একে একে ফিরিয়ে দেন প্রতিপক্ষ দলের অধিনায়ক ফাফ ডু প্লেসি এবং রজত পাতিদারকে।

 

পরে ইনিংসের ১২তম ওভারে বোলিংয়ে আসেন মোস্তাফিজ। এবার ব্যাটিং কিং বিরাট কোহলি এবং ক্যামেরন গ্রিনকে তুলে নেন তিনি। অবশ্য পরের ওভারে উইকেটশূন্য থাকেন বাঁহাতি পেসার।

 

ফিজের মতো এদিন চেন্নাইয়ের কোনো বোলারই জাদু দেখাতে পারেননি। ফলে বড় সংগ্রহ পেয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টাইগার তারকার ম্যাজিকের পরও ৬ উইকেটে ১৭৩ রানের লড়াকু পুঁজি পায় তারা।

 

দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলেন অনুজ রাওয়াত। মাত্র ২৫ বলে ৪ চার ও ৩ ছক্কায় ঝড়ো ইনিংস খেলেন তিনি। এছাড়া ২৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৮ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন দিনেশ কার্তিক।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর