ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩০৩

আগামী বছরের মার্চে পদ্মা সেতুতে ট্রেন চলবে: রেলমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১৪ ১৫ মে ২০২২  

আগামী বছরের মার্চে ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পযর্ন্ত ট্রেন চলাচল শুরু হবে।  রোববার পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প পরিদর্শনে গিয়ে  রেলপথ মন্ত্রী  নুরুল ইসলাম সুজন এ তথ্য জানান। মন্ত্রী জানান, আগা মী বছর ২৬ মার্চ থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে ট্রেন চালানোর টার্গেট নেয়া হয়েছে। তবে কোন কারনে পিছিয়ে গেলে জুন মাস থেকে সেতু দিয়ে ট্রেন চলবে। 

তিনি বলেন,  পদ্মা সেতু চালুর দিন থেকে থেকেই ট্রেন চালানোর পরিকল্পনা ছিল। কিন্তু কিছু কারিগরি জটিলতার কারণে এটা সম্ভব হচ্ছে না। এখন আমরা পরিকল্পনা করেছি ২০২৩ সালের মার্চে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল শুরু করার।  ঢাকা থেকে যশোর পর্যন্ত পুরো রেলপথটি চালু হবে ২০২৪ সালের জুনে। এ সময় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সার্বিক অগ্রগতি ৫৭ দশমিক ৫ শতাংশ বলে জানান মন্ত্রী।
এসময় রেলওয়ের মহাপরিচালক ডিএন মজুমদার, প্রকল্প পরিচালক আফজাল হোসেন উপস্থিত ছিলেন। 
এর আগে রেলপথ মন্ত্রী সকালে কমলাপুর স্টেশন থেকে রেল লাইন নির্মাণ কাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করে বুড়িগঙ্গা সেতুর পর ব্রীজ নির্মাণ কাজ পরিদর্শন করেন। এসময় তিনি দ্রুত সেতুর কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তাদের নির্দেশনা দেন। পরে মন্ত্রী আড়িয়াল খা সেতুর ওপর ব্রীজ নির্মাণ কাজ পরিদর্শন করেন। 

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর