ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৫২

আগামী সপ্তাহেই ভ্যাকসিন প্রয়োগ শুরু করছে ব্রিটেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩৮ ৩ ডিসেম্বর ২০২০  

জনগণকে ফাইজার-বায়োটেকের করোনাভাইরাস ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দিয়েছে ব্রিটেন। ব্রিটিশ ওষুধ নিয়ন্ত্রক সংস্থা কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগের এ অনুমোদন দেয়।

 

গেল বুধবার ফাইজার বলেছে, কয়েকদিনের মধ্যে ব্রিটেনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) কাছে ভ্যাকসিন সরবরাহ শুরু করবে তারা। এনএইচএস গণ টিকাদান কার্যক্রম পরিচালনা করবে। আগামী সপ্তাহ থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ লোকদের মধ্যে এ টিকাদান কার্যক্রম শুরু করবে।

 

ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এনএইচএস’র ব্যাপক এবং সফলভাবে গণ টিকাদান কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। এজন্য তারা ভ্যাকসিন সরবরাহে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে।

 

ফাইজার বলেছে, বর্তমানে ব্রিটেনে বেসরকারি খাতের কাছে ভ্যাকসিন সরবরাহে তাদের কোনও পরিকল্পনা নেই। এ ভ্যাকসিনের ৯৫ শতাংশ সফলতা পাওয়া গেছে। ভ্যাকসিনটির দুটি ডোজ প্রয়োগ করতে হবে। একটি ডোজের ২১ দিন পরে আরেকটি ডোজ নিতে হবে।

 

বায়োটেক ও ফাইজার আশা করছে, তারা ২০২০ সালের মধ্যে বিশ্বব্যাপী ৫ কোটি ডোজ এবং ২০২১ সাল পর্যন্ত ১৩০ কোটি ডোজ বিশ্বব্যাপী সরবরাহ করবে।

 

ব্রিটেন মোট ৪ কোটি ডোজ অর্ডার দিয়েছে এবং আগামী সপ্তাহ থেকে ৮ লাখ লোককে ভ্যাকসিন দেয়া শুরু করবে তারা।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর