ঢাকা, ১৯ এপ্রিল শনিবার, ২০২৫ || ৬ বৈশাখ ১৪৩২
good-food
১২

আগামীতে কোন কোন ৫ খেলোয়াড় ক্রিকেটে রাজত্ব করবেন, জানালেন উইলিয়ামস

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:২০ ১৮ এপ্রিল ২০২৫  

বর্তমান ক্রিকেট বিশ্বে ‘ফ্যাব-ফোর’ নামে একটি ধারণা প্রচলিত রয়েছে। ভারতের বিরাট কোহলি, ইংল্যান্ডের জো রুট, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ আর নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসনের পরিচয়টা ফ্যাবুলাস ফোর (সংক্ষেপে ফ্যাব-ফোর) নামে। এই চার তারকা ক্রিকেটার দীর্ঘ সময় ধরে পারফরম্যান্সের বিচারে নিজেদের মাঝে সুষম একটি প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে টেস্ট ফরম্যাটে। এমন আরেকটি ‘ফ্যাব-ফাইভ’ আসছে বলে মন্তব্য করেছেন উইলিয়ামসন।

 

বর্তমানে সাবেক এই কিউই অধিনায়ক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ধারাভাষ্যকারের ভূমিকায় আছেন। তারই এক ফাঁকে ক্রিকেট বিশ্ব নিকট ভবিষ্যতে আরেকটি ফ্যাবুলাস ক্রিকেটারের বলয় দেখতে যাচ্ছে বলে ভবিষ্যদ্বাণী করেছেন উইলিয়ামসন। মূলত ৩৪ বছর বয়সী এই তারকা ক্রিকেটারের কাছে জানতে চাওয়া হয়েছিল, তার পাশাপাশি স্মিথ-কোহলি-রুটের মতো আরেকটি ফ্যাব-ফোর দেখা যেতে পারে কি না। জবাবে সেই সংখ্যাটা আরেকটু বাড়িয়ে দিলেন উইলিয়ামসন।

 

ভারতীয় একটি নিউজ আউটলেটের সামনে তিনি বলেন, ‘আমার মনে পাঁচজন ক্রিকেটারের কথা ঘুরছে। তারা হচ্ছে– ভারতের যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন।’ এই পাঁচ তারকা ক্রিকেটার ইতোমধ্যে বিশ্বক্রিকেটে নিজেদের পরিচিতিটা তৈরি করে নিয়েছেন। ভবিষ্যতেও যে তারা বড় নাম উঠতে যাচ্ছেন তার ইঙ্গিত তাদের পারফরম্যান্সেই টের পাওয়া যায়!

 

উইলিয়ামসনের সেই অনুষ্ঠানে ভক্তদেরও প্রশ্ন করার সুযোগ ছিল। সেখানে একজন তার কাছে জানতে চান– ‘সুযোগ থাকলে তিনি কার কাছ থেকে কোন শটটি নিতে চান’। জবাবে কিউই তারকা বলেন, ‘আমার মনে হয় এটি বিরাট কোহলির ফ্লিক শট হতে পারে। যা তিনি পায়ের ওপর ভর দিয়ে খেলেন।’ এ ছাড়া নিজের আদর্শ ক্রিকেটারের প্রসঙ্গ এলে উইলিয়ামসন জানান, ‘এমন একজন আমার ক্রিকেটিং আইডল ছিলেন যিনি এই ময়দানেই (মাঠ) খেলেছেন। শচীন টেন্ডুলকার, তিনি একজন কিংবদন্তি। এখনও মাঝে মাঝে তাকে খেলতে দেখি (লিজেন্ডস লিগে)।’

 

সম্প্রতি মুম্বাইয়ে খুদে ক্রিকেটারদের একটি অনুশীলন মাঠে হাজির হয়েছিলেন অভিজ্ঞ এই তারকা ক্রিকেটার। সেখানেই স্থানীয় ক্রিকেটাররা তার কাছ থেকে বিভিন্ন বিষয়ে জানতে চান। বর্তমানে আইপিএলে ধারাভাষ্যকারের দায়িত্ব শেষে আগামী ২৩/২৪ এপ্রিল পাকিস্তানে উড়াল দেওয়ার কথা রয়েছে উইলিয়ামসনের। যেখানে পিএসএল ফ্র্যাঞ্চাইজি করাচি কিংসের হয়ে খেলোয়াড় হিসেবে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর