ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
৩০৬

আগামীতে বিএনপি-জামায়াত বলে কোনো দল থাকবে না: জয়

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪৩ ১৮ নভেম্বর ২০২৩  

বঙ্গবন্ধুর দৌহিত্র সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় বলেছেন, আগামী ১০ বছরে বিএনপি-জামায়াত বলে কোনো দল থাকবে না। অনেকেই সন্ত্রাসকে উসকাচ্ছে। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসব কথায় কান দিয়েন না।

 

শনিবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় সপ্তমবারের মতো আয়োজিত জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে এ কথা বলেন।

 

তরুণদের উদ্দেশে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আপনারা শুধু বিভিন্ন সমস্যা নিয়ে চিন্তাই করেন না, সমাধান বের করে তা বাস্তবায়ন করছেন। বাংলাদেশের তরুণরাও নিজের পায়ে এখন দাঁড়াতে পারছে। বিদেশি দূতরা যখন আগুন সন্ত্রাসীদের পক্ষে কথা বলবে- তখন আপনারা এর প্রতিবাদ করবেন।’

 

বিএনপি-জামায়াত বিষয়ে জয় বলেন, ‘অনেকেই সন্ত্রাসকে উসকাচ্ছে। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসব কথায় কান দেবেন না।’ তিনি বলেন, ‘নির্বাচনের আগে বিভিন্ন দেশের দূত অতিরিক্ত কথা বলছেন। কিন্তু বিএনপি মানুষ পোড়াচ্ছে, বাস পোড়াচ্ছে- এসব নিয়ে তারা কিছু না বলে বরং উসকানি দিচ্ছেন। কারণ তারা বাংলাদেশে শান্তি চান না।’

 

জয় বলেন, জেনারেল জিয়াউর রহমানের আমলে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া হয় ১৩০০ জনের বেশি সেনাকে। সেই ঘটনায় নিজের পরিবারের বিচার না পাওয়ার বিষয়টি তুলে ধরা এক তরুণের প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ বলেন, ‘আজ যারা (বিভিন্ন দেশের দূত) মানবাধিকারের কথা বলেন, তারা একটি বারও এসব নিয়ে কথা বলেন না। বিএনপি কখনোই গণতান্ত্রিক দল ছিল না।’