ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৮৮৫

আজ রাতে ঢাকা পৌঁছাবেন এরশাদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০৮ ২৬ ডিসেম্বর ২০১৮  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

সাম্নে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে ফেরা না ফেরার গুঞ্জনের চলছিল এতদিন। সেই গুঞ্জনকে মিথ্যা প্রমান করে অবশেষে দেশে ফিরছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

আজ বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে সিঙ্গাপুর থেকে একটি বিশেষ বিমানে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এসএম ফয়সাল চিশতী এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এরশাদ আনুমানিক রাত ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

বর্তমানে এরশাদের বয়স ৮৮ বছর। গত কয়েক মাস থেকেই রাজনীতিক এরশাদকে অসুস্থতায় ভুগতে হচ্ছে। শুধু এবছরের নভেম্বর মাসে চারবার ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় তাকে।

অসুস্থতার কারণে নির্বাচনের যাবতীয় দূরে ছিলেন এরশাদ।  অসুস্থতাকে কেন্দ্র করে নানা গুঞ্জন ছড়ায় রাজনৈতিক অঙ্গনে। হয়তো এবার রাজনীতি ছারছেন তিনি। অনেকেই ভাবেন তিনি দলীয় প্রধানের দায়িত্ব ছোট ভাই জিএম কাদেরের হাতে দিয়ে সিঙ্গাপুর যেতে পারেন- এমন গুঞ্জনও ছড়ায়।

এর মধ্যেই আবার অসুস্থ্য হয়ে পরেন তিনি।  চলতি মাসের শুরুতে তাই দলের মহাসচিব পরিবর্তন করেন এরশাদ। এবিএম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে মসিউর রহমান রাঙ্গাঁকে এ পদে বসান তিনি। এরপর গত ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য রাতে সিঙ্গাপুর যান এরশাদ।

জাতীয় পার্টির কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছিলেন, ভোটের আগে এরশাদের দেশে ফেরার সম্ভাবনা ক্ষীণ। এলে সর্বোচ্চ দু-তিন দিন আগে আসবেন। সেই সম্ভাবনা তার আসার মাধ্যমে ভুল প্রমানিত হচ্ছে আজ।

আসছে নির্বাচনে রংপুর-৩ ও ঢাকা-১৭ আসনে প্রার্থী হয়েছেন এরশাদ। রংপুর-৩ আসনে তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী। সেখানে নৌকার কোন প্রার্থী নেই। ঢাকা-১৭ আসনে তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফারুক।

এ বিষয়ে ফয়সাল চিশতী সম্প্রতি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ যে চিকিৎসকের অধীনে চিকিৎসা করান, তিনি এতদিন যুক্তরাষ্ট্রে ছিলেন। সম্প্রতি সিঙ্গাপুরে ফিরে তার চিকিৎসা শুরু করেছেন। এ কারণেই বিলম্ব হচ্ছে। ফলে ২২ ডিসেম্বর দেশে ফিরতে পারবেন না। আরও কয়েকদিন সময় লাগতে পারে। এর মাধ্যমে চিস্তির কথা সত্য প্রমান হল।