ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২০৮

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারক হলেন বাঁধন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫৭ ২১ ফেব্রুয়ারি ২০২৪  

ভারতের সরকারি প্রতিষ্ঠান কর্ণাটক চলচ্চিত্র একাডেমি আয়োজিত ১৫তম এ উৎসবে আনুষ্ঠানিকভাবে জুরি সদস্য হওয়ার আমন্ত্রণ পেয়েছেন বাঁধন। সংবাদমাধ্যমকে খবরটি  নিশ্চিত করেছেনবাধন নিজেই। 

 

এবারের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসর বসবে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে। আগামী ২৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে। বিষয়টি জানিয়ে বাঁধন বলেন, “এটা আমার জন্য অনেক সম্মানের। অবাক হলেও, ভীষণ সম্মানিত বোধ করছি। এমনিতে আমি আমার কাজ নিয়ে বিভিন্ন দেশের উৎসবে ভ্রমণ করেছি ‘রেহানা’, ‘খুফিয়া’ নিয়ে। ওটা একধরনের অভিজ্ঞতা। আর জুরি হওয়া আরেক অভিজ্ঞতা। এটা আমাকে সমৃদ্ধ করবে।”


বাঁধন বলেন, “উৎসবের আলাদা একটা মজা আছে। আলাদা ভালো লাগা কাজ করে। নতুন মানুষদের সাথে যোগাযোগ হয়, নতুন সংস্কৃতি সম্পর্কে জানা যায়, এটা অনেক আনন্দের। বেঙ্গালুরু ফিল্ম ফেস্টিভ্যালটি সরকারিভাবে আয়োজন করা হয়, ওখানে আমাকে আমন্ত্রণ করা হয়েছে, এটা সম্মানের এবং ভয়েরও, কারণ অন্যের ছবি দেখে সেটা বিচার করা অনেক বড় ব্যাপার। তবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, জুরি হিসেবে আমার দায়িত্ব পালন করার।”


উৎসবে পর্দার অক্টোপাস হবেন প্রধান জুরি সদস্যদের একজন। তার সঙ্গে জুরি হিসেবে আরও থাকবেন থাকবেন রাশিয়ার নিনা কোচলেইভা, স্পেনের রোজানা আলোনসো, যুক্তরাজ্যের ক্যারি শনেই ও ভারতের সীতারাম। প্রতিযোগিতা বিভাগ থেকে সেরা চলচ্চিত্রগুলো বাছাই করবেন তারা। উৎসবের ১৫টি বিভাগে দেখানো হবে পঞ্চাশটির বেশি দেশের দুই শতাধিক চলচ্চিত্র।


পর্দার মুসকান জুবেরী জুরি হিসেবে  এবারই প্রথম নন। বাধন এর আগে ব্রাসেলসে অনুষ্ঠিত ‘আই এম টুমোরো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে’এ দায়িত্ব পালন করেছেন। 

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর