ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৪১৪

আবরারের পরিবারকে ১০ কোটি টাকা দিতে রিট

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১৭ ১৩ অক্টোবর ২০১৯  

আবরার ফাহাদ হত্যার ঘটনায় তার পরিবারকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃক ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রোববার আইনজীবী শাহিন বাবুর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম ফায়েজ এ রিট দায়ের করেন। এসময় তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. পারভেজ।
পরে পারভেজ সাংবাদিকদের বলেন, আবরারের মৃত্যু ঘটনায় বুয়েট কর্তৃপক্ষের কাছে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট দায়ের করা হয়েছে। এ ক্ষতিপূরণের পুরো টাকা বুয়েটকে দিতে হবে। এতে তার মৃত্যু ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যর্থতাকে চ্যালেঞ্জ করেছি। এ রিটের আদেশ হলে আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের স্বীকার শিক্ষার্থীদের জন্যও ক্ষতিপূরণ আদায় করতে পারব।
তিনি বলেন, রিটে আবরারের হত্যা ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি চাওয়া হয়েছে। তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনাও চাওয়া হয়েছে। বুয়েট কর্তৃপক্ষ ছাড়াও শিক্ষা মন্ত্রণালয় সচিব সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
আগামীকাল সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলেও জানিয়েছেন আইনজীবীরা।
এর আগে গেল ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় ১৭তম ব্যাচের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র আবরারকে। ওই দিন রাত ৩টার দিকে হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 
পরে আবরার হত্যা ঘটনায় তার বাবা বরকত উল্লাহ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনকে আসামি করা হয়েছে। দেশব্যাপী শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অনেককেই ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।
 

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর