ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩০৬

আবার আইসোলেশনে বরিস জনসন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৪৭ ১৬ নভেম্বর ২০২০  

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন আবারও আইসোলেশনে গেছেন। একজন সংসদ সদস্যের সঙ্গে দেখা করার পর সেই ব্যক্তির করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ ফলাফল আসে। এজন্যই আইসোলেশনে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

 

তবে বরিস জনসন জানিয়েছেন, তার শরীরে কোনো উপসর্গ নেই। বৃহস্পতিবার অ্যাশফিল্ডের মন্ত্রী লি অ্যান্ডারসনের সঙ্গে ৩৫ মিনিট কাটান জনসন। তারপরেই লিয়ের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

 

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ও প্রশাসনিক দপ্তর ১০ ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়, জনসন করোনাভাইরাস নিয়ে জটিল ঘোষণা দিবেন এবং সামনের দিনগুলোতে যুক্তরাজ্যকে সমতায় আনার চেষ্টা করবেন।

 

টুইটারে বরিস জনসন জানান, আমি নিয়ম মেনে চলছি। ১০ নাম্বার থেকেই আমি কাজ করবো কেননা আমি সরকারের মহামারী প্রতিক্রিয়ার নেতৃত্ব দিচ্ছি। ১০ নম্বর ডাউনিং স্ট্রিট এর একজন মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী ভালো আছেন এবং তার কোনো উপসর্গ নেই।

 

উল্লেখ্য, গত এপ্রিল মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনদিন আইসিইউতে ছিলেন বরিস জনসন। পরে সুস্থ হয়ে ফিরে বলেন, যেকোনো উপায়ে এটাকে তাড়াতে হবে। তার জীবন বাঁচানোর জন্য স্বাস্থ্যসেবা দানকারীদেরও ধন্যবাদ দেন তিনি।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর