ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৭৪

আবারো ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:১৯ ১ সেপ্টেম্বর ২০২২  

ইউরোপে গ্যাস সরবরাহের পাইপলাইন নর্ড স্ট্রিম ওয়ান বন্ধ করে দিয়েছে রাশিয়া। কারণ হিসেবে পাইপলাইন মেরামতের কথা উল্লেখ করেছে দেশটি। কিন্তু প্রতিপক্ষ দেশগুলোর অভিযোগ, রাশিয়া যুদ্ধাস্ত্র হিসেবে গ্যাস ব্যবহার করছে। খবর বিবিসি।

 

রাশিয়ার রাষ্ট্রায়াত্ত্ব জ্বালানি সংস্থা গ্যাজপ্রম জানিয়েছে, আগামী তিনদিন নর্ড স্ট্রিম ওয়ান পাইপলাইন বন্ধ থাকবে।

 

এর আগে রাশিয়া এই পাইপলাইনের মাধ্যমে সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণ কমিয়ে দিয়েছিল। যুদ্ধাস্ত্র হিসেবে জ্বালানিকে ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে।

 

নর্ড স্ট্রিম ওয়ান পাইপলাইন সেন্ট পিটার্সবার্গের কাছাকাছি উপকূল থেকে উত্তর-পূর্ব জার্মানি পর্যন্ত বাল্টিক সাগরের তলদেশে ১ হাজার ২০০ কিলোমিটার বিস্তৃত। ২০১১ সালে চালু হওয়া এ পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন ১৭ কোটি ঘনমিটার গ্যাস সরবরাহ করা যায়।


গত জুলাইয়ে ১০ দিনের জন্য এ পাইপলাইন বন্ধ ছিল। এখন আবার মেরামতের জন্য বন্ধ রয়েছে। সম্প্রতি রাশিয়া বলেছে, যান্ত্রিক ত্রুটির জন্য সক্ষমতার মাত্র ২০ শতাংশ কাজ করছে।

 

জার্মানির জ্বালানি নিয়ন্ত্রক সংস্থার প্রেসিডেন্ট বলছেন,  তিন দিনের পর সরবরাহ চালু হলে তারা পরিস্থিতি সামাল দিতে পারবে। আসলে সরবরাহ চালু হবে কিনা কেউ বলতে পারে না।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর