ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৭২৩

আম বাগানে পুলিশ ঠেকাতে আপিল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০৯ ১৫ এপ্রিল ২০১৯  

ক্ষতিকর কেমিক্যাল প্রয়োগ রোধে রাজশাহী অঞ্চলসহ দেশের বড় বড় আম বাগানে পুলিশ মোতায়েনে হাইকোর্টের দেয়া নির্দেশ স্থগিত চেয়ে আপিল (আবেদন) করেছে রাষ্ট্রপক্ষ।

 

সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে এই আবেদন করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার এ বিষয়ে শুনানি হবে।

 

এর আগে গেল ৯ এপ্রিল বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ ক্ষতিকর কেমিক্যাল প্রয়োগ রোধে রাজশাহীসহ দেশের বড় বড় আম বাগানগুলোতে ৭ দিনের মধ্যে পুলিশ মোতায়েনের নির্দেশ দেন।

 

পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ও রাজশাহীর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের প্রতি এই নির্দেশনা দেয়া হয়।

 

সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরশেদের করা এ সংক্রান্ত এক সম্পূরক আবেদন শুনানি নিয়ে হাইকোর্ট আদেশ দেন। ওই দিন আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।