ঢাকা, ২১ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ৭ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১১৩

আমার কণ্ঠ রোধ করে রাখা হয়েছিল: মনির খান

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৩:৩৪ ১৬ সেপ্টেম্বর ২০২৪  

কণ্ঠশিল্পী মনির খান বলেছেন, আমি ১৫ বছর গান গাওয়ার কোনো সুযোগ পাইনি সরকারি প্রতিষ্ঠানগুলোতে। বেসরকারি কিছু চ্যানেল আমাকে ডেকেছেন তাও আবার সেটা অহরহ তা নয়। তাদের মধ্যে থেকে কারো ফোন গেছে আমাকে কেন ডাকা হচ্ছে না। তারা হয়তো ভালোবেসেই হউক কিংবা আমার শ্রোতাদের অনুরোধেই হউক দু-একটি অনুষ্ঠান আমাকে দিয়ে করিয়েছে। 

 

শনিবার (১৪ সেপ্টেম্বর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে বাংলাদেশে বন্যার্তদের সহযোগিতায় ‌‘মনির খান সন্ধ্যা’ সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন দেশের জনপ্রিয় সংগীত শিল্পী মনির খান। এসময় মনির খান বিনা পারিশ্রমিকে বন্যার্তদের সহযোগিতার জন্য গান করেন।

 

মনির খান বলেন, সরকারি কোনো জাতীয় প্রতিষ্ঠান যেমন-বিটিভি, রেডিওস্টেশন, শিল্পকলা একাডেমিতে আমাকে ডাকা হয়নি। তিনি বলেন, আমি ৩ বার জাতীয় পুরস্কার পেয়েছি। সাধারণ মানুষের ভালোবাসা এবং জুড়ি বোর্ডের মাধ্যমে। আমি কিন্তু শ্রেষ্ঠ গায়ক হিসেবেই তিনবার জাতীয় পুরস্কার পেয়েছি। আমি একজন সাধারণ নাগরিক হিসেবেই সব জায়গায়, সব অনুষ্ঠানে আমার একটা কার্ড বা একটা দাওয়াত পাওয়ার অধিকার রয়েছে। আমি সবকিছু থেকে বঞ্চিত হয়েছি শুধু ভিন্ন মতের (বিএনপির) ছিলাম বলে। এই মতের কারণেই আমাকে গত ১৫ বছর আমার কণ্ঠ রোধ করে রাখা  হয়েছে।

 

তিনি আরও বলৈন, আমার সংগীতের পায়ে শিকল পরান হয়েছিল। একটা ওয়াল বা দেওয়াল তুলে দেওয়া হয়েছিল যেখান থেকে নিরবে নিজে নিজে যুদ্ধ করেছি। যে সমস্ত মানুষ আমাকে ভালোবাসে এই গানের সূত্র ধরে যারা গানের সুর পোষে রেখে একজন মনির খান তৈরির ক্ষেত্রে ভূমিকা রেখেছেন তাদের ভালোবাসাতেই আজকে ভালো আছি সুস্থ আছি। মনির খান প্রবাসীদের আয়োজনে বাংলাদেশে বন্যার্তদের সহযোগিতার জন্য তহবিল সংগ্রহ অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পেরে গর্ব অনুভব করেন এবং যারা সহযোগিতা করেছেন তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।  

 

মো. আসাদুজ্জামান মাসুম ও জাহাঙ্গীর হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, দাতু মো. সেলিম, মো. কাউসার হোসেন, কমিউনিটির নেতা মো. জসিম উদ্দিন,  ব্যবসায়ী মো. রমজান আলী, ব্যবসায়ী মো. শরিফুল ইসলাম, ব্যবসায়ী মো. রাসেল রানা, ব্যবসায়ী মো. রিপন মিয়া, মো. রমজান মিয়া,  নূরে সিদ্দিকী সমন, মো. বিল্লাল মিয়া ও সোহাগসহ শতাধিক প্রবাসীবৃন্দ। এসময় মনির খানের সংগীত সন্ধ্যার বাদ্যযন্ত্রে ছিলেন বঙ্গভয়েস ব্যান্ডদল।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর