ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
২০৫

আমি বিদায় নিতে প্রস্তুত: প্রধানমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:১৮ ৭ অক্টোবর ২০২২  

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দলীয় পদ থেকে বিদায় নেয়ার জন্য আমি প্রস্তুত। আমি চাই নতুন নেতৃত্ব আসুক।

 

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে সরকারি বাসভবন গণভবনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

 

শেখ হাসিনা বলেন, অনেক দিন হয়ে গেছে। আমি অবশ্যই চাই আওয়ামী লীগে নতুন নেতৃত্ব আসুক। নেতৃত্ব কাউন্সিলরা ঠিক করেন। কাউন্সিলদের সিদ্ধান্তটাই চূড়ান্ত।

 

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগে একজন কাউন্সিলর যদি বলে যে আমাকে চায় না, সেদিন থেকে থাকব না। আমার অবর্তমানে যখন আমাকে দলের প্রেসিডেন্ট করেছিলেন, তখন থেকেই এ শর্ত মেনে যাচ্ছি।

 

রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, মানবিক কারণে নিপীড়িত হওয়ায় রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় দিয়েছি। কিন্তু মিয়ানমার সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাবে তাদের নিরাপদ প্রত্যাবাসন এখন পর্যন্ত সম্ভব হয়নি।