ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮১২

আম্পানে লণ্ডভণ্ড রাজশাহী : ২৫ শতাংশ আম নষ্ট

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৪৫ ২১ মে ২০২০  

ঘূর্ণিঝড় আম্পানের কারণে রাজশাহী অঞ্চলে ডালপালা ভেঙে বহু আম ঝরে পড়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে আম বাগান মালিকরা।

ফল গবেষণার সাথে জড়িতরা বলছেন, এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা না গেলেও শতকরা ২০ থেকে ২৫ ভাগ আম নষ্ট হয়েছে।

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে লণ্ডভণ্ড রাজশাহী অঞ্চল। ঘূর্ণিঝড় আম্পানের ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমের। ডালপালা ভেঙে পড়ে আছে অনেক আম। করোনার কারণে আম বাজারজাতকরণ নিয়ে চিন্তায় ছিলেন বাগান মালিকরা। এবার মরার ওপর খাড়ার ঘা।

ফল গবেষণার সঙ্গে জড়িত বিশেষজ্ঞরা জানান, এ অঞ্চলের শতকরা ২০ থেকে ২৫ ভাগ আম পড়ে গেছে। এতে করে আমচাষিদের মাথায় হাত পড়েছে। আম ছাড়াও লিচু, কলা, ভুট্টা, পেঁপে ও ধানসহ অন্যান্য ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী অঞ্চলের চাষিরা। 
খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহীর পুঠিয়া, দুর্গাপুর, বাঘা, চারঘাট, পবা, বাগমারা, গোদাগাড়ী, মোহনপুর ও তানোরেও ঝড়ে আমসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বাঘা-চারঘাট, পুঠিয়া ও দুর্গাপুরে। এই চার উপজেলায় আমচাষ সাধারণত বেশি হয়।