ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪০৫

আম্ফানের ভয়াবহ তাণ্ডব: ভোলায় ২ জনের মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩০ ২০ মে ২০২০  

 ভোলায় দুপুরের পর থেকে মেঘনা ও তেঁতুলিয়া নদী উত্তাল হয়ে উঠেছে। জোয়ারের পানি কয়েক ফুট বেড়ে যাওয়ায় বেড়িবাঁধের বাইরে এবং বিচ্ছিন্ন চরাঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে ঝড়ে গাছচাপা পড়ে এবং ট্রলার ডুবে ২ জনের মৃত্যু হয়েছে। 
চরফ্যাশনের বেতুয়া সংলগ্ন মেঘনায় ২১ মাঝি-মাল্লা সহ একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী জেলেরা জানায়, বুধবার সকাল সাড়ে ১১টায় ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে সৃষ্ট তীব্র স্রোতের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।
মেঘনায় অপর ৪টি ট্রলারের সহায়তায় ডুবে যাওয়া ট্রলার ও ট্রলারের মাঝি-মাল্লাদের উদ্ধারের ৩/৪ ঘণ্টাচেষ্টা করেও ট্রলার ও জেলেদের উদ্ধার করা সম্ভব হয় নি।
এদিকে সাতক্ষীরায় বাধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। শত শত ঘেরের মাছ ভেসে গেছে সাগরের পানিতে। 

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর