ঢাকা, ২১ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ৭ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৬৯

আরো এক বিদ্যালয়ে সবুজায়ন উদ্যোগ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৪৯ ৬ নভেম্বর ২০২৪  

কার্বনমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে বাস্তবায়িত হলো আরো একটি বিদ্যালয় সবুজায়ন উদ্যোগ। মঙ্গলবার (৫ নভেম্বর) ঢাকার লালবাগ থানার অন্তর্গত ঐতিহ্যবাহী রহমতুল্লাহ মডেল হাই স্কুল প্রাঙ্গণও পরিণত হয়েছিল এক চিলতে সবুজে। যেখানে শিক্ষার্থী , শিক্ষক ও স্থানীয় জনগণ মিলে পরিবেশবান্ধব ও কার্বনমুক্ত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সমন্নিত বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। 

 

বিদ্যালয়টির অবস্থান পুরান ঢাকার ব্যস্ত  ও ঘনবসতির এলাকা লালবাগে হলেও চারপাশ বেষ্টিত সুউচ্চ দালানের ভীড়ে এই স্কুলটিতে রয়েছে বেশ পরিচ্ছন্ন ও সুবিন্যস্ত দুটো মাঝারি আকারের খেলার মাঠ। ঐতিহাসিক লালবাগ দুর্গ পেরিয়ে সরু সরু রাস্তা ধরে খানিকটা আগালেই এই স্কুলের অবস্থান। স্কুলের বাইরে নিত্যদিনের জটলা দেখে বোঝার উপায় নেই ঠিক রাস্তা ঘেষেই এমন চমৎকার মাঠ ও সারি সারি গাছ বেষ্টিত চমৎকার এই স্কুলটি কোমনমতি শিক্ষার্থীদের উদ্যাম ছুটাছুটি আর মুক্ত খোলা আকাশ দেখার নিশ্চয়তা নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। 

 

ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)-এর সহযোগিতায় এবং গ্রীন সেভার্স-এর উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি স্কুল প্রাঙ্গণে নতুন প্রাণ সঞ্চার করেছে এবং আমাদের পরিবেশের প্রতি দায়িত্ববোধকে আরও জোড়ালো করেছে।

 

যেখানে ঢাকা নগরীর অধিকাংশ  শিক্ষাপ্রতিষ্ঠানে সুউচ্চ ভবনগুলোর ভীড়ে এসেম্বলি ও সামান্য খেলাধুলার জায়গা পাওয়াই দুষ্কর সেখানে আমরা যথাযথ পরিকল্পনার মাধ্যমে বিজ্ঞানসম্মত  উপায়ে এই শিক্ষাপ্রতিষ্ঠানে মাঝারি ও বড় বৃক্ষের ৫০ টি  চারা রোপন করেছি। এখানে রোপনকৃত প্রতিটি গাছের জন্যই নিবেদিত করা হয়েছে একজন করে অভিভাবক যারা ঐ শিক্ষাপ্রতিষ্ঠানেরই শিক্ষার্থী, শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য।  

 

শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রীক এমন অংশগ্রহণমূলক ও প্রতিনিধিত্বমূলক  ধারাবাহিক উদ্যোগ  নতুন প্রজন্মের শিক্ষার্থীদের পরিবেশের প্রতি দায়িত্বশীলতা এবং একটি টেকসই ভবিষ্যতের বার্তা বহন করে। এই উদ্যোগে  অংশগ্রহণকারী এবং সমর্থনকারী সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ! চলুন, আমরা একসাথে পরিষ্কার, সবুজ এবং কার্বনমুক্ত বাংলাদেশের দিকে আরও এক ধাপ এগিয়ে যাই!