ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৬০

আরো ১৪৬৪ রোহিঙ্গা ভাসানচরে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০২ ৩০ জানুয়ারি ২০২১  

আরো প্রায় দেড় হাজার রোহিঙ্গাকে ভাসানচর পাঠানো হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নৌবাহিনীর চারটি জাহাজে তাদের সেখানে নেয়া হয়।


সকাল সাড়ে ৯টার দিকে পতেঙ্গা বোট ক্লাব থেকে ১ হাজার ৪৬৪ রোহিঙ্গাকে নিয়ে নৌবাহিনীর জাহাজগুলো রওয়ানা হয়। স্থানান্তর প্রক্রিয়ার তৃতীয় দফায় এটি ছিল দ্বিতীয় ধাপ। 


গতকাল তৃতীয় দফার প্রথম ধাপে ১ হাজার ৭৭৮ জনকে ভাসানচর নেয়া হয়। ফলে দু’দিনে ৩ হাজার ২৪২ রোহিঙ্গাকে তাদের নতুন আবাসস্থলের পাঠানো হলো। 

 

এর আগে গত ডিসেম্বরে দুই দফায় ৩ হাজার ৪৪৬ জনকে ভাসানচরে স্থানান্তর করা হয়। সেখানে অবস্থানকারী ‘সময়’ টেলিভিশনের সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট কমল দে জানান, ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের পরিচালক নৌবাহিনীর কমডোর আবদুল্লাহ আল মামুন দুপুর সাড়ে ১২টায় রোহিঙ্গাদের গ্রহণ করেন। 


তিনি বলেন, সেখান থেকে তাদের ওয়্যার হাউজে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। যেখানে ব্রিফিং ও বিশেষ মোনাজাত করা হবে। এসব আনুষ্ঠানিকতা শেষে স্ব স্ব গৃহে পাঠিয়ে দেয়া হবে।


কমল দে আরো বলেন, এসব রোহিঙ্গার প্রথম দু’তিন দিন তৈরি খাবার দেয়া হবে। এরপর থেকে রেশন সামগ্রী নিয়ে তারা নিজেরা নিজেদের খাবার তৈরি করবে।


স্থানান্তর সংশ্লিষ্টরা জানান, আগামী ১৪/১৫ ফেব্রুয়ারি চতুর্থ দফায় কাছাকাছি সংখ্যক রোহিঙ্গাকে ভাসানচর নিয়ে যাওয়া হবে।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর