ঢাকা, ১২ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ২৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৩৯

আর্জেন্টিনার কোচের দায়িত্বে থাকতে নারাজ স্কালোনি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:২৪ ২৪ নভেম্বর ২০২৩  

যার হাত ধরে ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা জয় করলো আর্জেন্টিনা, যার ছোঁয়ায় ২৮ বছর পর কোপা আমেরিকা জিতেছে আলবিসেলেস্তেরা সেই লিওনেল স্কালোনি এবার লিওনেল মেসিদের কোচিং ছাড়ার আভাস দিয়েছেন। এ যেন বিনা মেঘে বজ্রপাত। যদিও এখনও বিদায় বলেননি। তবে শিগগিরই দায়িত্ব ছাড়তে যাচ্ছেন এই আর্জেন্টাইন। জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে চান আলবিসেলেস্তেদের বিশ্বকাপ এনে দেয়া এই কোচ। 

 

আর্জেন্টাইন গণমাধ্যমের খবর, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ার সঙ্গে নানা কারণে সম্পর্কের অবনতি হয়েছে এই মাস্টার মাইন্ডের। তাই তিনি আর আর্জেন্টিনার কোচের চেয়ারে থাকতে চাচ্ছেন না। গত ২২ নভেম্বর স্কালোনির পদত্যাগ ইঙ্গিতের বার্তা আসার কয়েক ঘণ্টা পরেই শোনা যেতে থাকে নতুন খবর। আর্জেন্টিনা ফুটবলের বিশ্বস্ত সাংবাদিক গ্যাস্টন এদুল জানান, এখনই পদ ছাড়ছেন না স্কালোনি। চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে আরও কিছুটা সময় চান তিনি। 

 

দরজায় কড়া নাড়ছে কোপা আমেরিকার পরবর্তী আসর। সে লক্ষ্যে আগামী ৭ ডিসেম্বর ঐতিহ্যবাহী ড্র অনুষ্ঠিত হবে। সে অনুষ্ঠানে স্কালোনি ও তার সহকারীরা থাকছেন না বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস। যদিও কনমেবল ইভেন্টটির এখনো সপ্তাহ দুয়েক বাকি। এরমধ্যে স্কালোনির সিদ্ধান্ত পরিবর্তনও হতে পারে। কিন্তু তেমন কোনো পরিস্থিতি দেখছেন না বলেই জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যমটি।

 

অপরদিকে কনমেবলের ড্র অনুষ্ঠানে বাধ্যতামূলক ভিত্তিতে প্রতিটি সদস্য দেশের ফেডারেশনের কোচ এবং নেতাদের উপস্থিত থাকতে হবে। যেমনটা হয়েছিল কাতার ২০২২ বিশ্বকাপেও। তাহলে চ্যাম্পিয়নদের প্রতিনিধিত্ব করবেন কে? 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর