ঢাকা, ১২ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ২৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২১১

আশরাফুলের সেই কঠোর সমালোচনার ‘জবাব’ দিলেন মাশরাফি

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৩:০১ ২৪ জানুয়ারি ২০২৪  

গত বছরের মে মাসে ঢাকা প্রিমিয়ার লিগ খেলার পর আর মাঠে নামা হয়নি জাতীয় দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। ফিটনেস ঘাটতিকে সঙ্গী করেই এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে মাঠে নেমেছেন মাশরাফি। ব্রডকাস্টারদের সঙ্গে আলোচনায় মাশরাফির বিপিএল খেলা নিয়ে সমালোচনা করেছেন সাবেক টাইগার অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

 

সম্প্রচারকারী টেলিভিশনে সিলেট-রংপুর ম্যাচের বিশ্লেষণী অনুষ্ঠানে আশরাফুল জানান, বিপিএল খেলতে চাচ্ছিল না মাশরাফি। একই সঙ্গে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক পুরোপুরি ফিট নয় বলেও মন্তব্য করেন জাতীয় দলের সাবেক এই তারকা ক্রিকেটার।

 

সাবেক সতীর্থকে নিয়ে আশরাফুল বলেছিলেন, ‘আমরা মাশরাফির নাম দিয়েছি ক্যাপ্টেন ফ্যান্টাসটিক। অসাধারণ লিডার সে। অধিনায়ক যদি নিজে পারফর্ম করে তাহলে নেতৃত্ব দেয়া সহজ হয়। আসলে মাশরাফিকে যখন একটা তরুণ খেলোয়াড় মোকাবেলা করে তখন তারা আসলে দ্বিধায় থাকে মারবে কি মারবে না। আউট হলে একটা প্রেস্টিজের বিষয় আছে। এইসব জিনিসের কারণে হয়তবা স্বাভাবিক খেলা খেলতে পারে না।’

 

মঙ্গলবার (২৩ জানুয়ারি) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আশরাফুলের কথার সূত্র ধরে মাশরাফিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কিছু জিনিসি সব জায়গায় ব্যাখ্যা করা যায় না।  তবে আমি যেটা মনে করেছি, চোট নিয়ে খেলা আইডিয়াল সিচুয়েশন না। আর কে খেললে ভালো হতো সেটা দলের বিষয়। বাট, যেটা আপনি বলছেন, আইডিয়াল সিচুয়েশন অবশ্যই ওইটাই (মাশরাফির না খেলা) হওয়া উচিত।’

 

বর্তমানে সবকিছু ঠিক থাকলেও হাঁটুর সমস্যা বেশ ভোগাচ্ছে মাশরাফিকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যি বলতে আদর্শ পরিস্থিতিতে না হলে ভালো হয়। আমার সবকিছু ঠিক আছে কিন্তু হাঁটুর সমস্যাটা এখন ভোগাচ্ছে।’

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর