ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৩১৯

আশুলিয়ায় সেই বাড়ি থেকে নারী ‘জঙ্গি’ আটক

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১৯ ১৩ জানুয়ারি ২০২০  

ঢাকার আশুলিয়ায় গোকুলনগরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি দুই তলা বাড়িতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখন পর্যন্ত এক নারী ‘জঙ্গিকে’ আটক করেছে তারা।

পুলিশ ধারণা করছে, বাসার ভেতরে বিপুল বিস্ফোরক মজুদ রয়েছে। এ কারণে ঘটনাস্থলে যাচ্ছে বোম্ব স্কোয়াড। 
এর আগে সোমবার সন্ধ্যায় গোকুলনগর বাজার সংলগ্ন দুই তলা বাড়িটি ঘিরে ফেলে জেলা ও গোয়েন্দা পুলিশের সদস্যরা। ঘটনাস্থলে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এবং জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। 

অভিযানের একপর্যায়ে এক নারীকে আটক করে পুলিশ। উদ্ধার করে বোমা তৈরির সরঞ্জাম। বোমা-বিস্ফোরকসহ ওই বাসায় তার সহযোগী অবস্থান করছেন বলে মনে করা হচ্ছে। তাই কাউকে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না। 
বাড়িটি আক্তার হোসেন নামে এক প্রবাসীর বলে জানিয়েছেন স্থানীয়রা।
 

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর