ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৭১৩

আষাঢ়ে বৃষ্টিতে জনজীবনে স্বস্তি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:৩৮ ১৫ জুন ২০১৯  

বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান/আমি দিতে এসেছি শ্রাবণের গান .....
মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছি ঢেকে তারে/ কবি গুরু রবীন্দ্র নাথের আষাঢ় মাসকে সামনে রেখে এই গানটি লিখেছিলেন অনেকদিন আগে। কিন্তু এখনও বর্ষার আবাহনে এই গানটি সবচেয়ে বেশী জনপ্রিয়। 
আষাঢ় মাসের প্রথম দিন আজ। বর্ষার প্রথম বৃষ্টিতে তাই কিছুটা স্বস্তি মিলেছে নগরবাসীর। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে। 
রাতভর গুমোট গরমের পর আজ শনিবার সকালে রাজধানী ঢাকায় অঝোর ধারায় বৃষ্টি নেমেছে । এতে অফিসগামী পথচারীরা কিছুটা বিপাকে পড়েন।

 শুক্রবার রাতে ঢাকায় ছিল গুমোট গরম। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হয়নি। আজ সকাল আটটার কিছু আগে বৃষ্টি নামে। আজ ছুটির দিন হলেও বেসরকারি অনেক অফিস খোলা। তাই অফিসগামী মানুষ ও পথচারীদের ভিজতে ভিজতে গন্তব্যস্থলে যেতে হয়েছে। তবুও গরমের পর এই বৃষ্টিতে সবাই খুশি ।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে।  পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ অতিক্রম করে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল পর্যন্ত অগ্রসর হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।  চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে  ভারী বর্ষণ হতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে  বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের অবশিষ্ঠাংশে বিস্তার লাভ করতে পারে।