ঢাকা, ১২ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ২৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪৫৩

আসুন আমরা সবাই মানবিক হই ...

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৩০ ১৪ এপ্রিল ২০২০  

বিবি রাসেল : 

দেখেছি ৭১ ... দেখেছি দুর্ভিক্ষ, বন্যা, জলোচ্ছ্বাস ... দেখেছি রানা প্লাজার মত ধ্বংসযজ্ঞ ... ঘুরে বেড়িয়েছি সারা পৃথিবীর অসংখ্য দেশ ... কাজ করেছি পৃথিবীব্যাপী তৃণমূলের তাঁত ও কুটির শিল্পীদের সাথে যাদের সাথে রয়েছে মাটির ঘ্রাণ ... সেই টানেই আবার স্থায়ীভাবে দেশে ফেরা ৯৪ তে - দেশের অবহেলিত তাঁতশিল্পী ও কুটিরশিল্পীদের সাথে কাজ শুরু ...গঠিত হয় বিবি প্রোডাকশন্স, ৯৫ এ  ...

 

আমার এ জীবদ্দশায় অনেক কিছু দেখেছি, শুনেছি ও করেছি ... কিন্তু বর্তমান সময়ের এই কঠিন বাস্তবতার শিকার কখনও হইনি ... জীবনে কাজ করতে গিয়ে অনেক পরীক্ষা, অনেক বাধার সম্মুখীন হয়েছি কিন্তু কখনও পিছপা হয়নি ... বাধাকে অতিক্রম করে সফল হয়েছি... কিন্তু আজ আমরা ঘরবন্দি ... সারা পৃথিবী ঘরবন্দি ... আমি সত্যিই নির্বাক ...

 

আমি সবসময়ই পজিটিভ চিন্তাধারার মানুষ এবং আমি আমার কাজের মাধ্যমেও গড়ে তুলতে চেষ্টা করি একটি পজিটিভ ওয়ার্ল্ড ...

 

আমরা আমাদের মানবিকতাকে যেভাবে হারিয়ে ফেলেছিলাম ... পৃথিবীটাকে করে ফেলেছিলাম দূষিত... প্রকৃতি হয়তো আমাদের কারণেই আমাদেরকে ঘরবন্দি করেছে ... পৃথিবীর সবকিছুই চলছে স্বাভাবিক নিয়মে... শুধু আমরা মানবজাতি আজ বন্দি ...

 

আমরা আবার সুন্দর পৃথিবী হয়তো ফিরে পাবো... কিন্তু আমাদের হতে হবে মানবিক... আমাদের কাজ হতে হবে পৃথিবীকে সুন্দর করার জন্য, দূষণমুক্ত করার জন্য ... তাহলে ই হয়তো প্রকৃতি আমাদের ক্ষমা করবে ...

 

আজ বাংলা নববর্ষের প্রথম দিন ... আমার জীবনে আমি সবসময়ই এই দিনটিকে অতি আনন্দের সাথে বরণ করেছি ... কিন্তু আজ !!!

 

তাই আপনাদের সবার কাছে আমার এইটুকুই আহ্বান, আসুন আমরা সবাই মানবিক হই ... মানুষ মানুষকে ভালোবাসি ... গড়ে তুলি একটি পজিটিভ বাংলাদেশ ... গড়ে তুলি একটি সুন্দর পৃথিবী ...

মুক্তমত বিভাগের পাঠকপ্রিয় খবর