ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৮৫

ইউএস বাংলার বহরে যুক্ত হলো ব্র্যান্ডনিউ উড়োজাহাজ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৩৫ ২৩ জানুয়ারি ২০২০  

যাত্রীদের আরামদায়ক সেবা দেওয়ার জন্য বহরে আরো একটি অত্যাধুনিক ব্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ যুক্ত করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। এ নিয়ে বিমান সংস্থাটির উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল ১৩টি, যা বেসরকারি এয়ারলাইনসগুলোর মধ্যে সর্বোচ্চ।
জানা গেছে, দেশে প্রতি বছর আকাশপথে যাত্রী সংখ্যা বাড়ছে। আর এই বাজার দখলে নিতে ৭২টি আসনের উড়োজাহাজটি দিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়াতে চায় ইউএস-বাংলা। বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণ করে। এটি গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইনসের উপদেষ্টা ক্যাপ্টেন সিকদার মেজবাহউদ্দিন আহমেদ।

ইউএস বাংলার কর্মকর্তারা জানান, ফ্রান্সের ফ্র্যান্কাজল এয়ারপোর্ট থেকে মিসর ও ওমান হয়ে নতুন সংযোজিত এয়ারক্রাফটটি হযরত শাহজালালে অবতরণ করে।

 
১৭ জুলাই ২০১৪ দুটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে ইউএস-বাংলা ঢাকা থেকে যশোরে উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে। নতুন যুক্ত হওয়া এটিআর ৭২-৬০০সহ বর্তমানে ইউএস-বাংলার বিমানবহরে মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে চারটি বোয়িং ৭৩৭-৮০০, তিনটি ড্যাশ৮-কিউ৪০০ ও ছয়টি এটিআর ৭২-৬০০।

আগামী জুন মাসের মধ্যে ব্র্যান্ডনিউ আরো চারটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট ইউএস-বাংলার বিমানবহরে যুক্ত করে অভ্যন্তরীণ বিমান পরিবহনকে আরো বেশি শক্তিশালী নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার পরিকল্পনা আছে বলে জানালেন ইউএস-বাংলা এয়ারলাইনসের উপদেষ্টা ক্যাপ্টেন সিকদার মেজবাহউদ্দিন আহমেদ।