ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৮৯

ইউক্রেনে ‘বাংলার সমৃদ্ধিতে’ হামলা: অক্ষত ২৮ জনকে উদ্ধারের আকুতি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:০৭ ৩ মার্চ ২০২২  

ইউক্রেনের অলভিয়া বন্দরে বাংলাদেশি জাহাজ 'বাংলার সমৃদ্ধিতে' রকেট হামলা হয়েছে। এতে নিহত হয়েছেন, জাহাজটির থার্ড প্রকৌশলী মোহাম্মাদ হাদিসুর। তার বাড়ি বরগুনার বেতাগী উপজেলায়।

 

তবে অক্ষত আছেন জাহাজের ২৮জন ক্রু। জাহাজে থাকা নাবিক দলের এক সদস্য একটি ভিডিওর মাধ্যমে উদ্ধারের আকুতি জানিয়েছেন। আসিফুল ইসলাম নামের ওই ক্রু বলেন, তারা নিরাপদ স্থানে যাওয়ার তথ্যটি সঠিক নয়। 

 

বাংলাদেশ সময় বুধবার (২ মার্চ) রাত নয়টা পঁচিশ মিনিটে অলভিয়া বন্দরে রকেট হামলা হয়। এতে আগুন ধরে যায় জাহাজটিতে। পরে, জাহাজে থাকা সবাই মিলে আগুন নেভায়। 

 

ইউক্রেন যুদ্ধ শুরু হলে জাহাজটি আটকা পড়ে দেশটির অলিভিয়া বন্দরে। গত ২৩ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে যায় 'এমভি বাংলার সমৃদ্ধি'। সিরামিকের কাঁচামাল নিয়ে ইতালির র‍্যাভেনা বন্দরে যাবার কথা ছিল জাহাজটির। জাহাজে ২ নারীসহ বাংলাদেশের ২৯ জন নাবিক রয়েছেন। বন্দরটিতে বিভিন্ন দেশের আরও প্রায় ২০টি জাহাজ আটকে আছে।

 

এর আগে গতকাল খারকিভে এক ভারতীয় শিক্ষার্থীর প্রাণ গেছে ইউক্রেন যুদ্ধে।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর