ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫৭৫

ইতিহাসের অংশ হতে চান আমেরিকানরা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:২১ ৩ নভেম্বর ২০২০  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন শুরু হয়েছে। বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। নিজেদের পছন্দসই নেতা বেছে নিতে ভোট দিচ্ছেন আমেরিকানরা। এর মাধ্যমে প্রেসিডেন্টের পাশাপাশি কংগ্রেস সদস্য বাছাই করবেন তারা।

 

বাংলাদেশ সময় মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় শুরু হয় এই ভোটগ্রহণ। নির্বাচনের দিনের আগেই ১০ কোটিরও বেশি মার্কিনি ভোট দিয়েছেন। এদিন ভোট দেবেন বাকি প্রায় সাড়ে ১৫ কোটি ভোটার।

 

এখন আমেরিকানরা ভোট দিতে বিভিন্ন কেন্দ্রে আসছেন। সামাজিক দূরত্ব বজায় রেখে ভোট দেয়ার জন্য লাইনে দাঁড়াচ্ছেন। তাদের কেউ কেউ ২০২০ নির্বাচনকে আমেরিকার ইতিহাসে ব্যতিক্রমী উল্লেখ করছেন।  কোনো কোনো ভোটার বলেছেন, ইতিহাসের অংশ হতেই তারা ভোট দিচ্ছেন।

 

সিএনএন জানিয়েছে, জর্জিয়ায় একটি কাউন্টিতে ভোট নেয়ার মেশিনে সমস্যা দেখা দেয়। ফলে সকালে ভোট দেয়া সম্ভব হচ্ছিলো না। এ নিয়ে একজন ভোটার টুইট করেন। পরে বিষয়টি সমাধান করা হয়। এতে ফের ভোট শুরু হয়।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর