ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫৯৩

ইন্দোনেশিয়ার বিমান বিধ্বস্তের স্থানে মানব দেহাবশেষের খোঁজ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১৯ ১০ জানুয়ারি ২০২১  

ইন্দোনেশিয়ার যাত্রীবাহী বিমান বিধ্বস্তের স্থানে মানব দেহাবশেষ, পোশাকের টুকরা এবং ধাতব পদার্থ খুঁজে পেয়েছেন উদ্ধারকর্মীরা। রোববার এসব ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছেন তারা। দেশটির শ্রিবিজয়া এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ জাভা সাগরে বিধ্বস্ত হয়।

 

শনিবার স্থানীয় সময় দুপুরে রাজধানী জাকার্তা সুকর্ণ-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর নিখোঁজ হয় বিমানটি। দেশের পশ্চিমাঞ্চলীয় কালিমান্তান প্রদেশের শহর পোনতিয়ানাকের উদ্দেশ্যে যাচ্ছিল সেটি। 

 

প্রবল বৃষ্টিপাতের মধ্যে উড়ার ৪ মিনিটের মাথায় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ফ্লাইট ১৮২-এর। ওই সময় ১০০০০ ফুট ওপরে ছিল এটি। তাতে ৬২ আরোহী ছিলেন।

 

জাকার্তার অদূরে জাভা সাগরে বিমানটি বিধ্বস্ত হয়। সেই স্থানে যৌথভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ইন্দোনেশিয়ার নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্ট গার্ডের সদস্যরা। তাদের সহায়তা করছেন স্থানীয় জেলেরা। এরই মধ্যে একাধিক ধ্বংসস্তূপ পেয়েছেন তারা। সেসব হস্তান্তর করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে।   

 

ইন্দোনেশিয়ার পুলিশ বলছে, আমরা দুটি ব্যাগ পেয়েছি। একটিতে বিমানের ধ্বংসাবশেষ রয়েছে, অন্যটিতে মানব দেহাবশেষ। শিগগির আরও কিছু পাওয়া যাবে। এ ঘটনায় কারো বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ।

 

জাকার্তা পুলিশের মুখপাত্র ইউশ্রি ইউনুস সিএনএনকে বলেন, মানব দেহাবশেষগুলো ক্রামাত জাতি পুলিশ হাসপাতালে রাখা হচ্ছে। যাতে ভুক্তভোগী পরিবারের সদস্যরা সেগুলো চিনতে পারেন।