ঢাকা, ২৭ নভেম্বর বুধবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫৮৭

ইমতিয়াজ বুলবুল মারা গেছেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:০৮ ২২ জানুয়ারি ২০১৯  

সংগৃহীত

সংগৃহীত

বাংলাদেশের বিখ্যাত গীতিকার এবং সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল মারা গেছেন।

মঙ্গলবার ভোর চারটায় ঢাকা অবস্থিত  রামপুরার আফতাব নগরে নিজ বাসায় হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন তিনি।

হার্ট অ্যাটাকের সময় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

বুলবুল আহমেদের শরীরে গত বছর জুন মাসে হৃদযন্ত্রের ধমনীতে দুটি স্টেন্ট লাগানোর পর থেকে নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি।

১৯৫৭ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার এবং সুরকার এবং সংগীত পরিচালক তিনি।

বাংলাদেশের কয়েকশ চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেছেন তিনি। যার জেরে তিনি বাংলাদেশে তিনি দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গানগুলো ছিলো দর্শকদের মুখে মেখে।

 

তাঁর লেখা এবং সুরকরা গানগুলো গেয়েছেন বহু জনপ্রিয় গানের শিল্পী। রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, অ্যান্ড্রু কিশোর, খালিদ হাসান মিলু, কনকচাঁপা এবং সামিনা চৌধুরীসহ অনেকই। বাদ পড়েনি নতুন প্রজন্মের শিল্পীরা।

 'আমার বাবার মুখে প্রথম যেদিন', 'পড়ে না চখের পলক', 'আমার গরুর গাড়িতে বৌ সাজিয়ে', 'চিঠি লিখেছে বউ আমার', 'জাগো বাংলাদেশ জাগো' - এরকম অসংখ্য জনপ্রিয় বাংলা গানের সুর করেছেন তিনি।

বুলবুল আহমেদের আরো একটি বড় পরিচয় হল তিনি মাত্র ১৫ বছরে বয়সে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন।

বাংলাদেশে সংগীতাঙ্গনে অবদানের জন্য বিখ্যাত এ সুরকার ও পরিচালককে বাংলাদেশ সরকার একুশে পদক এবং জাতীয় চলচ্চিত্র পুরষ্কার দিয়েছেন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর