ঢাকা, ২৭ জানুয়ারি সোমবার, ২০২৫ || ১৪ মাঘ ১৪৩১
good-food
২৮

ইমিটেশন গয়না কালো হয়ে যাচ্ছে, যে উপায়ে হবে নতুনের মতো চকচকে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৫৪ ২৬ জানুয়ারি ২০২৫  

বর্তমানে মেয়েদের কৃত্রিম গয়না পরার ঝোঁক বেশি। কারণ, এগুলোতে প্রচুর বৈচিত্র্য ও ডিজাইন পাওয়া যায়। যা আপনি নিজের পছন্দের পোশাক ও উৎসব অনুযায়ী পরতে পারেন। ভারী থেকে হালকা ওজনের নেকপিস ও কানের দুল থেকে শুরু করে সবই পাওয়া যায়। কিন্তু এসব গয়না বেশিক্ষণ রাখলে অনেক সময় কালো হয়ে যায়।

 

উপাদানের ওপর প্রয়োগ করা রঙের আস্তরণ ছাড়তে শুরু করে। বিশেষ করে আপনি যদি পানি বা সাবানের মতো জিনিসগুলোর সংস্পর্শে আসেন, তাহলে এগুলো আর ব্যবহারের যোগ্য থাকে না। যদি আপনার কৃত্রিম গয়নাও কালো হয়ে যায় এবং আপনি এটি নতুনের মতো দেখাতে চান, তাহলে আর চিন্তা করার দরকার নেই। আপনি কিছু স্মার্ট ট্রিক্সের সাহায্যে সহজেই এই গয়নাগুলো সংরক্ষণ করতে পারেন। যাতে আপনি এই ধরনের গয়না বারবার পরতে পারেন।


ভিনেগার ব্যবহার করুন

আপনি ভিনেগার ব্যবহার করেও এই সমস্যা মেটাতে পারেন। এজন্য আপনাকে সমান পরিমাণে ভিনেগার ও পানি নিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। মিশ্রণটি একটি পুরনো টুথব্রাশে লাগান এবং ৫ থেকে ১০ মিনিট ধরে ঘষুন। এরপরে আপনি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। পানি দিয়ে ধোয়ার পর পরিষ্কার কাপড় দিয়ে গয়না মুছে ফেলুন। একবার এটি সঠিকভাবে পরিষ্কার করা হলে, আপনি নিজেই পার্থক্যটি দেখতে পাবেন।


টুথপেস্টের সাহায্যে পরিষ্কার করুন

টুথপেস্টও আপনার সমস্যা মেটাতে সক্ষম। এজন্য একটি পুরনো টুথব্রাশে সামান্য টুথপেস্ট লাগিয়ে গয়নাগুলোতে আলতো করে ঘষুন এবং কিছুক্ষণ পর পরিষ্কার পানি দিয়ে গয়না ধুয়ে ফেলুন। আপনি একটি পরিষ্কার কাপড় দিয়ে গয়না মুছে ফেলতে পারেন।


থালা ধোয়ার তরল

এই সমস্যা মেটাতে আপনি থালা ধোয়ার তরলও ব্যবহার করতে পারেন। এজন্য আপনাকে একটি নরম কাপড় ডিশ ওয়াশিং তরলে ডুবিয়ে গয়নাগুলোতে হালকাভাবে ঘষতে হবে। এতে করে গয়নার কালো ভাব দূর হবে এবং এটি নতুনের মতো হয়ে যাবে।

 

বেকিং সোডার ব্যবহার

কৃত্রিম গয়নাগুলোকে নতুন করে তৈরি করতে, আপনি বেকিং সোডা এবং পানিও ব্যবহার করতে পারেন। এজন্য আপনাকে একটি ছোট পাত্রে বেকিং সোডা ও অল্প পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করতে হবে। এবার এই পেস্টটি একটি পুরনো টুথব্রাশ বা নরম কাপড়ের সাহায্যে লাগিয়ে গয়নায় আলতো করে ঘষুন।

 

কিছুক্ষণ পর পরিষ্কার পানি দিয়ে গয়নাগুলো ধুয়ে ফেলুন। আপনি নিজেই পার্থক্য দেখতে পারবেন। তবে কৃত্রিম গয়না পরিষ্কার করার সময় কিছু বিষয় মনে রাখা উচিত। সবসময়ের মতোই ভেজা ব্রাশ ব্যবহার করুন। পরিষ্কার করতে কঠোর রাসায়নিক এড়িয়ে চলুন। এছাড়া নরম কাপড় ব্যবহার করুন এবং গয়না অতিরিক্ত ঘষবেন না।

লাইফস্টাইল বিভাগের পাঠকপ্রিয় খবর