ঢাকা, ১৭ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
৪৪৭

ইরফান ও তার বডিগার্ড ৩ দিনের রিমান্ডে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২২ ২৮ অক্টোবর ২০২০  

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিম ও তার বডিগার্ড মোহাম্মদ জাহিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 
নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যার হুমকির মামলায় বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নুর শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

 

গেল মঙ্গলবার এই ঘটনায় ধানমন্ডি থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের গ্রেফতার দেখিয়ে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন পরিদর্শক (নিরস্ত্র) আশফাক রাজীব হায়দার। ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নুর এই বিষয়ে শুনানির জন্য এদিন ধার্য করেন।

 

গেল রোববার (২৫ অক্টোবর) রাতে হাজী মো. সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর করেন ইরফান। রাজধানীর কলাবাগান সিগন্যালের পাশে এই ঘটনা ঘটে।

 

ওই দিন রাতেই এই ঘটনায় জিডি হলেও সোমবার ভোরে ইরফান সেলিম, তার দেহরক্ষী মো. জাহিদ, এ বি সিদ্দিক দিপু এবং গাড়িচালক মিজানুর রহমানসহ ৭ জনকে আসামি করে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমদ খান বাদি হয়ে ধানমন্ডি থানায় মামলা করেন।

 

এই মামলায় গেল সোমবার দুপুরে ইরফানকে গ্রেফতার করে র‌্যাব। এছাড়া তার পুরান ঢাকার বাসায় অভিযান চালানো হয়। অভিযানে ৩৮টি ওয়াকিটকি, পাঁচটি ভিপিএস সেট, গুলিসহ একটি পিস্তল, একটি একনলা বন্দুক, একটি ব্রিফকেস, একটি হ্যান্ডকাফ, একটি ড্রোন এবং সাত বোতল বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়।

 

বাসায় বিদেশি মদ ও অনুমোদনহীন ওয়াকিটকি রাখায় কাউন্সিলর ইরফান সেলিম ও তার বডিগার্ড মোহাম্মদ জাহিদকে এক বছর করে জেল দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। রাতেই তাদের কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

 

এদিকে সোমবার হাজী সেলিমের গাড়িচালক মিজানুর রহমানের এক দিন এবং মঙ্গলবার ইরফানের ব্যক্তিগত কর্মকর্তা এবি সিদ্দিকী দিপুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর