ঢাকা, ১৭ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
৬৬৭

ইরফান সেলিমের এক বছরের কারাদণ্ড

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩১ ২৬ অক্টোবর ২০২০  

অবৈধ অস্ত্র ও ওয়াকিটকি রাখার দায়ে দু’টি অভিযোগে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম ও তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদকে ছয় মাস করে এক বছরের জেল দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 
সংবাদ সম্মেলনে তিনি জানান, দুটি মামলায় ইরফানকে ৬ মাস করে এক বছরের কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমান আদালত। এছাড়া অবৈধ অস্ত্র ও মাদব দ্রব্য নিয়ে নিয়মিত আলাদা মামলা দায়ের করা হবে। তিনি আরো জানান, আমাদের কাছে অভিযোগ আছে ইরফান ওয়াটকি দিয়ে এলাকায় চাদাবাজি করতেন। তার কাছ থেকে উন্নতমানের ৩৮টি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

 
এর আগে দুপুর ১২টার দিকে তার বাসায় অভিযান শুরু হয়। এসময় ইরফানের বাসা থেকে বেশ কিছু অবৈধ জিনিস উদ্ধার করে র‌্যাব। এর মধ্যে আছে একটি আগ্নেয়াস্ত্র, বিপুল সংখ্যক মদের বোতল রয়েছে বাড়িটিতে। পাওয়া গেছে বেশ কিছু বিয়ারের ক্যান।এছাড়া অভিযানে বিপুল সংখ্যক ওয়াকিটকিও পাওয়া গেছে।

 

 রোববার রাতে ঢাকা-৭ আসনের এমপি হাজী মোহাম্মদ সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করা হয়। রাতে এ ঘটনায় জিডি হলেও ২৬ অক্টোবর ভোরে হাজী সেলিমের ছেলেসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেন ওয়াসিফ।

 

মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি করা হয়েছে। আসামিরা হলেন, ইরফান সেলিম, এ বি সিদ্দিক দীপু, জাহিদ, মীজানুর রহমান ও অজ্ঞাতনামা আরও দুই/তিনজন।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর