ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৩৮

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০০ ২ জুন ২০২৪  

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ শুক্রবার ইরানের মনুষ্যবিহীন আকাশযান বা ইউএভি প্রোগ্রামকে ব্যাহত করার লক্ষ্যে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণে ব্যবহারের জন্য ইরান প্রাণঘাতী ইউএভি (ড্রোন) সরবরাহ করে আসছে বলে অভিযোগ রয়েছে।

 

মার্কিন রাজস্ব বিভাগের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দফতর, বা ওএফএসি একটি সংবাদে জানায় যে তারা একজন ইরানি এভিয়েশন নির্বাহী কর্মকর্তা এবং পূর্ব-আরোপিত নিষেধাজ্ঞার আওতায় থাকা রায়ান রোশদ আফজার কোম্পানির সাথে যুক্ত চারটি বাণিজ্যিক সংস্থাকে লক্ষ্যবস্তু করেছে, যারা ইউএভি প্রোগ্রামের জন্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সংগ্রহ করে।

 

এই নির্বাহী কর্মকর্তা হলেন ইরানের এভিয়েশন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন (আইএআইও)-এর প্রধান আফশিন খাজেহ ফরদ। তিনি তেহরান থেকে কাজ পরিচালনা করেন।

 

ওএফএসি জানায়, খাজেহ ফরদ ইউএভি এবং ক্ষেপণাস্ত্র তৈরির জন্য আইএআইও-এর কার্য প্রচেষ্টার তত্ত্বাবধান করেন এবং তিনি ইরানের ইউএভি কর্মসূচির উদ্ভাবন প্রক্রিয়া এবং বিদেশী সরবরাহকারীদের ওপর নির্ভরতা হ্রাসের প্রচেষ্টা উন্নীত করেন।

 

শুক্রবারের নিষেধাজ্ঞার অর্থ খাজেহ ফরদ বা যুক্তরাষ্ট্র বা সেখান থেকে নিয়ন্ত্রিত চারটি সংস্থা সম্পর্কিত সম্পত্তি এবং সম্পত্তির সুদ জব্দ করা হয়েছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর