ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
৭৫৪

ইসলাম গ্রহণ করে বিয়ে করলেন ভারতীয় অভিনেত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩৮ ১১ জুন ২০২৩  

ভারতীয় অভিনেত্রী গহনা বশিষ্ঠ বিয়ে করেছেন। দীর্ঘদিনের প্রেমিক ফাইজান আনসারিকে বিয়ে করেছেন গহনা। ফাইজান আনসারি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।

 

জানা গেছে, ধর্ম পাল্টে ইসলাম গ্রহণ করে বিয়ে করেছেন। যদিও বিয়ে এবং ধর্মান্তর প্রসঙ্গে মুখ খোলেননি গহনা বশিষ্ঠ। তবে তাদের বিয়ের অনুষ্ঠানের ছবি ইতিমধ্যেই ফাঁস হয়েছে।

 

২০২১ সালে পর্ন ছবি তৈরি ও তা প্রচারের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। সেই পর্নকাণ্ডে নাম জড়িয়েছিল বেশ কিছু অভিনেত্রীর। তাদেরই একজন ছিলেন গহনা।

 

অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের খবর,  গহনা বিয়ের জন্য ধর্মান্তরিত হননি, এটা তার ব্যক্তিগত পছন্দ।

 

গহনা ওরফে বন্দনা তিওয়ারি ছত্তিশগড়ের পণ্ডিত পরিবারের মেয়ে। ক্যারিয়ারের শুরু দিকে তিনি মডেলিংকে পেশা হিসাবে বেছে নেন। ২০১২ সালে মিস এশিয়া বিকিনির খেতাবও জেতেন তিনি। অল্ট বালাজির চর্চিত ওয়েব সিরিজ ‘গান্দি বাত’-এ দেখা গিয়েছিল তাকে। ‘ডেটবাজি’ নামে একটি শোয়েও দেখা গিয়েছিল তাকে। এছাড়াও কিছু হিন্দি, তেলেগু ছবির আইটেম নম্বরে দেখা যায় তাকে।

 

রাজ কুন্দ্রার পর্নকাণ্ডে তাকে ফাঁসানো হয়েছিল বলে দাবি করেছিলেন গহনা। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেফতার করলেও, পরে তিনি জামিনে ছাড়া পান।

সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা 

ধর্ম বিভাগের পাঠকপ্রিয় খবর