ঢাকা, ৩১ অক্টোবর বৃহস্পতিবার, ২০২৪ || ১৬ কার্তিক ১৪৩১
good-food
১১৮

ইসিবি চত্বর, সায়েন্সল্যাব, পল্টনে শিক্ষার্থীদের বিক্ষোভ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩১ ২৯ জুলাই ২০২৪  

রাজধানীর ইসিবি চত্বরে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ ও পল্টনে বাধা দিয়েছে পুলিশ। এ সময় কয়েকজনকে আটক করা হয়েছে। সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। সায়েন্সল্যাব এলাকা থেকেও কয়েকজনকে আটকের খবর পাওয়া গেছে।

 

এর আগে একদল বিক্ষোভকারী ইসিবি চত্বরে জড়ো হন। এ সময় আন্দোলনকারীদের লাঠিচার্জ করে সরিয়ে দেয় পুলিশ এবং কয়েকজনকে আটক করে। সেখানে দায়িত্বরত পুলিশের এক কর্মকর্তা জানান, বিক্ষোভকারীরা গলির ভেতরে থেকে ইটপাটকেল ছুড়ছিল। পরে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে।

 

এ সময় কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।অন্যদিকে পল্টন মোড়ে আট থেকে দশজন আন্দোলনকারীকে অবস্থান নিতে দেখা যায়। ছাত্র হত্যার বিচার ও আটকৃতদের মুক্তির দাবিতে নানা স্লোগান দিতেও দেখা যায়। সেখানে বাধা দেয় পুলিশ।

 

এ সময় পল্টন মোড়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এদিন সকাল থেকে সাজোঁয়াযানসহ প্রেস ক্লাবের সামনে কড়া অবস্থান নেয় পুলিশ। এদিকে রাজশাহীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।