ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৬২২

ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের নতুন চেয়ারম্যান শহিদুল হক

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৫০ ২৪ আগস্ট ২০২১  

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো: শহিদুল হক ভূঁঞা। 

 

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

 

এরই মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করেছেন তিনি। 

 

মেধাবী, অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তা মো: শহিদুল হক ভূঁঞা এর আগে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ইউনিটের মহাপরিচালক ছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পর্যটন করপোরেশন, তথ্য মন্ত্রণালয়, আনসার ও ভিডিপিসহ সরকারি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এসেছেন। 

 

মো: শহিদুল হক ভূঁঞা নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নে সম্ভ্রান্ত  মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আজিজুল হক ভূঁঞা, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে যুক্তরাজ্য প্রবাসী বাঙালিদের মুখপাত্র Steering Committee of the Action Committee's for Liberation of Bangladesh in UK-এর আহ্বায়ক ছিলেন।

 

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে বি.কম (সম্মান) ও এম. কম প্রথম শ্রেণীতে ১৯৮৫ সালে সম্পন্ন করেন। পরবর্তীতে ২০০২ সালে এম.বি.এ সম্পন্ন করেন।    

                                                                             

শহীদুল হক ভূঁঞা, এনডিসি, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট-এ মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করেন (মুজিববর্ষের ফোকাল পয়েন্টের দায়িত্ব পালন করেন)।

 

তিনি যুগ্ম-সচিব হিসেবে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহা-পরিচালক (অর্থ) এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক (উন্নয়ন) হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি উপসচিব হিসেবে তথ্য মন্ত্রণালয়ে মাননীয় তথ্যমন্ত্রীর একান্ত সচিব এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে উপসচিব হিসাবে দায়িত্ব পালন করেন।

 

তিনি বিসিএস নবম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিস (আনসার) ক্যাডারে যোগদান করে উপ-পরিচালক/সহকারি পরিচালক হিসেবে কর্মরত থাকাকালীন ব্যাটালিয়ান অধিনায়ক, জেলা কমান্ডান্ট, প্রশিক্ষণ একাডেমীর কমান্ডান্ট ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর উপ-পরিচালক কোম্পানী অধিনায়কসহ  বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পালন করেন।

 

শহীদুল হক ভূঁঞা, এনডিসি, কর্মজীবনে দেশে ও বিদেশে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। উল্লেখযোগ্য প্রশিক্ষণসমূহ :

ন্যাশনাল ডিফেন্স কোর্স-এনডিসি’২০১৮ ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিরপুর সেনানিবাস, Strengthening of BCS Cadre Official Through Capacity Building, Duke University, North Carolina, USA (2017), Disaster Management, Hunam, China (2016), ৯৮ তম এসিএডি কোর্স-এর অংশ হিসেবে University Putra Jaya, Malaysia (2015) National Academy for Public Administration, Vietnam (2015), Managing at the Top MATT-2 Stage-2, University of Wolverhampton. The Centre for International Development Training (CIDT), Telford Campus, West Midlands, UK (2012), Managing at the Top MATT-2, Asian Institute of Technology-AIT, Bangkok, Thailand (2011), তথ্য প্রযুক্তি ও ই-গভর্নেন্স @ITEG কোর্স, অস্ট্রেলিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় @AusAID এবং বিপিএটিসি, সাভার, ঢাকা (২০১১), ৭২তম সিনিয়র স্টাফ কোর্স, নবম মৌলিক প্রশিক্ষণসহ বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ।

 

এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, পোল্যান্ড, স্পেন, চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত ও ভুটানে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ।

 

কর্মজীবনের পাশাপাশি মোঃ শহীদুল হক ভূঁঞা, এনডিসি মুক্তিযুদ্ধের ওপর গবেষণা করেন। তাছাড়াও তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের সাথেও নিবিড়ভাবে সম্পৃক্ত রয়েছেন । তিনি বিবাহিত ও দুই কন্যা সন্তানের জনক। বড় মেয়ে যুক্তরাষ্ট্রের ওকলাহামা রাজ্যে বোয়িং কর্পোরেশনে কর্মরত ও ছোট মেয়ে কুমিল্লা মেডিকেল কলেজে তৃতীয় বর্ষ এম.বি.বি.এস’র ছাত্রী।