ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৩৫৪

ঈদে ট্রেন চলবে: রেলমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:২৪ ১৮ জুলাই ২০২০  

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, ঈদুল আযহাতে সীমিত পরিসরে ট্রেন চালু থাকবে। তবে টিকিট বিক্রি হবে শুধু অনলাইনে। শনিবার গণমাধ্যমে তিনি এ কথা জানান। 
নুরুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে রেলের বাড়তি যাত্রী বহনের কোনো পরিকল্পনা নেই। করোনা সংক্রমণ রোধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ট্রেন চলবে। এছাড়া ঢাকা বিমানবন্দর, গাজীপুর, জয়দেবপুর, টঙ্গীসহ কয়েকটি স্টেশনের প্ল্যাটফর্ম উঁচু করা হবে। 
এছাড়া টিকিট ছাড়া কোনো যাত্রী যাতে স্টেশনে প্রবেশ করতে না পারে, সেই কাজের সবশেষ অবস্থাও পরিদর্শন করেন তিনি।
রেলমন্ত্রী বলেন, টিকেটবিহীন যাত্রীরা যা‌তে স্টেশনে প্রবেশ কর‌তে না পা‌রে, সেজন্য দেশের বড় স্টেশ‌নগু‌লো‌তে নিয়ন্ত্রণ বেড়া (এক্সেস কন্ট্রোল) দেয়ার প্রকল্পের কাজ চলছে। 
এসময় বিমানবন্দর রেল স্টেশনের প্ল্যাটফর্ম সংস্কার কাজ এবং স্টেশনের সীমানা ঘেরার নির্মাণ কাজ পরিদর্শন করেন নুরুল ইসলাম। সেখানে প্লাটফর্ম ও ট্রেনের উচ্চতার সঙ্গে সমন্বয় করার কাজ চলছে।
এরপর মন্ত্রী গাজীপুর জেলার জয়দেবপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি ব‌লেন, জয়দেবপুর থেকে ঈশ্বরদী ও জামালপুর পর্যন্ত ডাবল লাইন হবে। এছাড়া ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত ৪র্থ লাইন এবং টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইনের কাজ চলছে। এর কাজ শেষ হলে ঢাকার মধ্যে অধিক সংখ্যক ট্রেন চালা‌নো যাবে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর