ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৮৬

ঈদে হল বুকিংয়ে ‘প্রিয়তমা’র সেঞ্চুরি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৪৫ ২৭ জুন ২০২৩  

এবার ঈদুলআজহায় মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমা। এই সিনেমার ফাস্ট লুক, টিজার, ট্রেলার সবকিছুই ইতোমধ্যে প্রকাশ পেয়েছে এবং দর্শকরা সবকিছুই খুবই ভালোভাবে গ্রহণ করেছেন। 

 প্রিয়তমা’ সিনেমার জন্য ইতোমধ্যে ১০০ সিনেমা হল চূড়ান্ত হয়েছে।
পরিচালক হিমেল আশরাফ সোমবার  নিজের ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেন।
 

 বৃহস্পতিবার (২৯ জুন) শাকিব খানের ‘প্রিয়তমা’ প্রেক্ষাগৃহে আসছে । হল মালিক থেকে দর্শকরা যে পরিমাণ আগ্রহ দেখাচ্ছেন, তাদের প্রত্যাশা পূরণ করবে ‘প্রিয়তমা’।

সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সগুলোতেও দেখা যাবে এই ছবি। হিমেল আশরাফ গণমাধ্যমকে বলেন, সিনেপ্লেক্সের সব শাখায় চলবে ‘প্রিয়তমা’।
 

হিমেল আশরাফ জানান, হাই রেন্টালে প্রতিটি হলে সিনেমা দিচ্ছেন তারা। কেবল তাদের পলিসিতে রাজি থাকলেই ছবি দেয়া হচ্ছে। তা ছাড়া উন্নত পরিবেশ বিবেচনায় সিনেমা দেয়া হচ্ছে। ঈদের আগের দিন চূড়ান্ত হললিস্ট দেয়া হবে।

চলচ্চিত্রটি মুক্তির দুই সপ্তাহ আগেই চড়া মূল্যে প্রেক্ষাগৃহ বুকিং শুরু হয়। রাজ সিনেমা হল (কুলিয়ারচর, কিশোরগঞ্জ), আশা সিনেমা হল (মেলান্দহ, জামালপুর) সহ বেশকিছু সিনেমা হল হাই রেন্টালে চলচ্চিত্রটি বুকিং করে।

পরিচালক হিমেল আশরাফ জানান, সিনেমা হল (চলচ্চিত্র প্রেক্ষাগৃহ) মালিকদের এমন আগ্রহ আমাদের সবাইকে বিস্মিত করেছে। আমাদের বিশ্বাস সবচেয়ে বেশি রেন্টালে ঈদুল আজহায় সবচেয়ে বেশি সিনেমা হলে ‘প্রিয়তমা’ চলবে।


 

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর