ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৮৩

ঈদের দিন ভারী বৃষ্টিপাতের আভাস

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৫ ২৮ জুন ২০২৩  

বৃহস্পতিবার (২৯ জুন) ঈদের দিনে ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। 
আবহাওয়া অফিস জানিয়েছে, ঈদের দিন সকাল থেকে রাজধানীসহ দেশের সব বিভাগে ভারী বৃষ্টিপাত হবে। তবে দুপুরের দিকে বৃষ্টি কিছু কমে আসবে। সন্ধ্যায় আবার বৃষ্টিপাত বাড়তে পারে। এমন অবস্থা আরও পাঁচদিন চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 
আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির জানান,বুধবার সারাদিন বৃষ্টি হবে। আগামী ২৪ ঘণ্টা দেশের সব বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তার সঙ্গে কোথাও কোথাও মাঝারি ও ভারী বৃষ্টির সঙ্গে দমকা হওয়া বয়ে যেতে পারে।
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় থাকায় দেশের প্রায় সব জায়গায় বৃষ্টিপাত হচ্ছে।


আবহাওয়ার অফিস জানিয়েছে, বুধবার  রাজধানীতে ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সারাদেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মাইজদী কোর্টে ২৪ মিলিমিটার, সন্দ্বীপে ৭৩ মিলিমিটার এবং পটুয়াখালীতে ৭১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।