ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮৮৬

ঈদের পর ফের বেড়েছে পেঁয়াজের ঝাঁজ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪৯ ২০ আগস্ট ২০১৯  

ঈদের পর হঠাৎ করে পেয়াঁজের দাম আরেকদফা বেড়েছে। দেশী  পেয়াঁজ কেজি প্রতি ১০-১৫টাকা বেড়ে ৬০টাকায় বিক্রি হচ্ছে। 
সোমবার রাজধানীর কাচাবাজার ঘুরে দেখা গেছে, দেশী জাতের পেয়াঁজ ঈদের আগে বিক্রি হয়েছে ৪০-৪৫ টাকা কেজি। আমদানী করা ভারতীয় পেয়াঁজের দাম বেড়ে ৪০টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ঈদে চাহিদা বেশী থাকায় দাম ছিল চড়া। কিন্তু কোরবানীর পর পেয়াঁজের দাম আরেকদফা বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা বিপাকে পড়েছে। 
 এদিকে হিলিতে হঠাৎ করেই বেড়েছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে প্রকারভেদে  ১০ টাকা কেজি দরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকা। একই পেঁয়াজ ঈদের আগে বিক্রি হয়েছে ২২ থেকে ২৩ টাকা কেজি দরে।

পেঁয়াজের দাম বাড়ার কারণ হিসেবে বন্দরের ব্যবসায়ীরা বলছেন, ভারতের বিভিন্ন রাজ্যে বন্যার কারণে পেঁয়াজ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। যে কারণে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে ভারতের ব্যবসায়ীরা।
 এতে করে পেঁয়াজ বেশি দামে কিনতে হচ্ছে এবং বন্দরে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। সেইসঙ্গে আমদানিও কমিয়ে দিয়েছে তারা। তবে বন্দরে হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় পেঁয়াজ কিনতে এসে বিপাকে পড়েছেন পাইকাররা।

জানা গেছে, বন্দরের প্রথম দুই কর্ম দিবসে ভারতীয় ৪২ ট্রাকে এক হাজার ৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।