ঢাকা, ২৭ নভেম্বর বুধবার, ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৬২৯

উচ্চবিত্ত এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি: প্রধানমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০৯ ৬ আগস্ট ২০১৯  

ডেঙ্গু নিয়ে শুধু সিটি কর্পোরেশনকে দোষ না দিলে হবে না। জনগণকে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।  

শেখ হাসিনা বলেন, সংবাদমাধ্যমে ডেঙ্গু বিষয়ক খবর অনেক বেশি প্রকাশিত হচ্ছে। ফলে মানুষ আতংকিত হয়ে পড়ছে। কার্যত সেটাই সমস্যা সৃষ্টি করছে।

তিনি বলেন, উচ্চবিত্তরা যেসব জায়গায় বসবাস করে সেসব স্থানেই এর প্রকোপ বেশি। আমাদের সবসময় লক্ষ্য থাকে বস্তি এলাকা, ড্রেন এসব দিকে। মশা মারা কিন্তু নিয়মিত একটা ব্যাপার।

প্রধানমন্ত্রী বলেন, মশার ওষুধ কেনার ব্যাপারে টেন্ডার করা হয়। যারা উপযুক্ত তারা কিনে নিয়ে আসে। সেগুলোই ব্যবহার করা হয়। তবে কোন ওষুধ এডিস মশার ওপর কাজ করে, সেই ব্যাপারে বিভক্তিকরণ করা হয়নি। সেই ধরনের সতর্কতা ছিল না।

সরকার প্রধান বলেন, বাড়ির আশেপাশে, ঘরের কোথাও পানি জমে থাকলে সেখানে মশার লার্ভা তৈরি হয়। এখন এরকম কাউকে পেলে তাদের জরিমানা করা হবে। মানুষ আগামীর জন্য প্রস্তুত থাকলে ভবিষ্যতে এমন পরিস্থিতি হবে না।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর