ঢাকা, ২৮ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৬৩০

উত্তরায় পোশাক শ্রমিক - পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৫৬ ৭ জানুয়ারি ২০১৯  

রাজধানীর উত্তরায় পোশাক শ্রমিক পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

গত তিনদিন ধরেই বকেয়া বেতনভাতা, ন্যূনতম মজুরি কাঠামো বৃদ্ধি বাস্তবায়ন দাবিতে পোশাক শ্রমিকরা আন্দোলন করছেন।

আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে আবারও পোশাক শ্রমিকরা উত্তরায় সড়ক অবরোধ করেন। এসময় পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এতে বেশ কয়েকজন পোশাক শ্রমিক আহত হয়েছেন।

এদিকে পোশাক শ্রমিকদের আন্দোলনের কারণে উত্তরার জসীমউদ্দীন, আজমপুর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

এতে সড়কের দুই পাশেই ৩০ কিলোমিটার যানজটের সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

গত শনিবার বিকাল থেকে উত্তরার বিভিন্ন গার্মেন্টের পোশাক শ্রমিকরা সড়কে বিক্ষোভ করছেন।

রোববার শতশত পোশাক শ্রমিক উত্তরার জসীমউদ্দীন, আজমপুর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়ক অবরোধ করলে গার্মেন্ট মালিকপক্ষ আশ্বাস পুলিশের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নেন।

 

আজ  সকাল ৯টার পর একই দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করলে উত্তরা জোনের ডিসি নাবিদ কামাল শৈবালের নেতৃত্বে শতাধিক পুলিশ সদস্য জলকামান সাঁজোয়া যান নিয়ে ধাওয়া দিয়ে অবরোধ সরিয়ে দেয়।

তবে কিছুক্ষণ পর শ্রমিকরা আবার লাঠিসোটা নিয়ে একযোগে এসে মহাসড়ক অবরোধ করেন।

রাজধানীর দক্ষিণখান, গাজীপুরের সাইনবোর্ড এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বিমানবন্দর সড়ক, আজমপুর রেলগেট রাজলক্ষ্মী, আব্দুল্লাহপুর, দক্ষিণখানের আশপাশের এলাকায়ও বিক্ষোভ করছেন শ্রমিকরা।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর